ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় কামিল পরীক্ষা ২০২৫-এর ফল প্রকাশ, পাস ৩৮,৭৫১ জন!

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কামিল (স্নাতকোত্তর) পরীক্ষা ২০২৫-এর ফল প্রকাশ করা হয়েছে। দুই বর্ষ মিলিয়ে মোট ৩৮,৭৫১ জন শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।
উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শামসুল আলম বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর নিজ কার্যালয়ে ফল ঘোষণা করেন। প্রকাশিত ফলাফলের তথ্য অনুযায়ী,
প্রথম বর্ষ: ২১,৩৯০ জন শিক্ষার্থীর মধ্যে ১৮,৭৮৬ জন পাস করেছেন। ২,২০২ জন ফেল করেছেন, ৩৯২ জনের ফল স্থগিত, ১০ জনকে বহিষ্কার করা হয়েছে। উত্তীর্ণের হার: ৮৭.৮৩%।
দ্বিতীয় বর্ষ: ২০,৪৫৩ জন শিক্ষার্থীর মধ্যে ১৯,৯৬৫ জন পাস করেছেন। ৪৬৩ জন ফেল করেছেন, ২৫ জনের ফল স্থগিত, ৬ জনকে বহিষ্কার করা হয়েছে। উত্তীর্ণের হার: ৯৭.৬১%।
ফলাফল সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iau.edu.bd থেকে দেখা যাবে।