২০২৭ সালে ষষ্ঠ শ্রেণিতে নতুন কারিকুলাম বাস্তবায়ন শঙ্কা, সময়সাপেক্ষ পাঁচ ধাপ বাকি!

অন্তর্বর্তী সরকার ২০২৭ সাল থেকে মাধ্যমিক স্তরের ষষ্ঠ শ্রেণিতে নতুন কারিকুলামের পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করেছে। তবে সংশ্লিষ্টরা বলছেন, বই বিতরণের আগে পাঁচটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন করা এখনও বাকি, যা নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা সম্ভব নাও হতে পারে। ফলে নতুন কারিকুলাম বাস্তবায়ন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) জানিয়েছে, তারা নির্ধারিত টাইমলাইন অনুযায়ী কার্যক্রম শেষ করার চেষ্টা করছেন। ২০১২ ও ২০২২ সালের কারিকুলাম পর্যালোচনা শেষ হওয়ার পর ‘সিচুয়েশন অ্যানালাইসিস’, ‘অ্যাসেসমেন্ট’, ‘ফ্রেমওয়ার্ক তৈরি’, ‘নতুন কারিকুলাম প্রণয়ন’ এবং ‘পাঠ্যবই মুদ্রণ’—এই পাঁচটি ধাপ শেষ করতে হবে।
এনসিটিবি কর্মকর্তারা জানান, বর্তমান গতিতে এগোলে ২০২৭ সালের জানুয়ারির মধ্যে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের হাতে বই পৌঁছানো সম্ভব নাও হতে পারে এবং সময় লাগতে পারে আরও এক থেকে দেড় বছর।
শিক্ষাবিদরা মনে করছেন, নতুন কারিকুলামের মূল লক্ষ্য হওয়া উচিত জ্ঞান-কেন্দ্রিক শিক্ষা থেকে দক্ষতা-কেন্দ্রিক শিক্ষায় রূপান্তর। বইতে তথ্য গাদাগাদি না করে বাস্তব জীবনের প্রয়োগভিত্তিক বিষয়বস্তু অন্তর্ভুক্ত করতে হবে। পাশাপাশি শিক্ষকদের প্রশিক্ষণ, মূল্যায়ন প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করাও জরুরি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক নূরে আলম সিদ্দিক বলেন, “নতুন কারিকুলাম হতে হবে বাস্তবসম্মত। শিক্ষার্থী ও অভিভাবকের আকাঙ্খা প্রতিফলিত হতে হবে। তাড়াহুড়ো করে কোনো সমঝোতা করা উচিত নয়। প্রতিটি ধাপ সঠিকভাবে সম্পন্ন করতে হবে।”
পরিকল্পনা অনুযায়ী প্রথমে ষষ্ঠ শ্রেণিতে নতুন পাঠ্যবই বিতরণ শুরু হবে এবং ধাপে ধাপে অন্য শ্রেণিতেও নতুন বা পরিমার্জিত কারিকুলাম বাস্তবায়ন করা হবে।