যবিপ্রবি: থিসিসসহ মাস্টার্স শিক্ষার্থীদের জন্য ফেলোশিপ চালু!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) থিসিসসহ মাস্টার্স শিক্ষার্থীদের জন্য ফেলোশিপ চালু করার সিদ্ধান্ত নিয়েছে। রিজেন্ট বোর্ডের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে গত শুক্রবার (১৫ আগস্ট) এই সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেড় বছরের মাস্টার্স কোর্সে অংশ নেওয়া শিক্ষার্থীরা ১২ মাস পর্যন্ত প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা ফেলোশিপ পাবেন। আর ২ বছরের মাস্টার্স কোর্সে অংশ নেওয়া শিক্ষার্থীরা ১৮ মাস পর্যন্ত প্রতি মাসে ৩ হাজার টাকা পাবেন। তবে ২ বছরের ফেলোশিপে শিক্ষার্থীদের কমপক্ষে একটি গবেষণা প্রকাশনার শর্ত রয়েছে।
যবিপ্রবি রিসার্চ সোসাইটির সভাপতি ও কেমিকৌশল বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী মো. রুহুল আমিন বলেন, “এ ধরনের ফেলোশিপ আমাদেরকে গবেষণায় আরও উৎসাহিত করবে। অনেক শিক্ষার্থী টিউশন করে মাসের খরচ যোগান দেয়, তাই অ্যাকাডেমিক পড়াশোনা ও গবেষণায় সময় দেওয়া কঠিন হয়ে পড়ে। এই ফান্ড পেলে আমরা আরও মনোযোগী হয়ে গবেষণা করতে পারব।”
উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ বলেন, “গবেষণাকে এগিয়ে নিতে এবং শিক্ষার্থীদের মনোযোগী করতে ফেলোশিপ গুরুত্বপূর্ণ। আমরা চাই শিক্ষার্থীরা শুধু ডিগ্রি নিলেই থেমে না থেকে বাস্তবভিত্তিক গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টিতে এগিয়ে আসুক। বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় শিক্ষার্থীদের পাশে থাকবে।”