২০২৬ সালের এইচএসসি-আলিম পরীক্ষা পূর্ণ সিলেবাসে

২০২৬ সালের এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা পূর্ণাঙ্গ পাঠ্যসূচি ও পূর্ণ নম্বরের ভিত্তিতেই অনুষ্ঠিত হবে। শনিবার (২৩ আগস্ট) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস চলতি বছরের আগস্টের দ্বিতীয় সপ্তাহে শুরু হয়েছে। এই শিক্ষার্থীরাই ২০২৬ সালের মে-জুনে অনুষ্ঠেয় এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশ নেবে।
এতে আরও জানানো হয়, করোনাভাইরাস মহামারির সময় চালু হওয়া সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়ার ধারা বাতিল করা হয়েছে। ২০২৬ সাল থেকে প্রতিটি বিষয়ের পূর্ণ নম্বর অনুযায়ী পরীক্ষা নেওয়া হবে।