শৈলকুপায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখায় চুরি, ভল্ট ভেঙ্গে নগদ টাকা লুট!

ঝিনাইদহের শৈলকুপায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখায় চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র ব্যাংকের ভল্ট ভেঙ্গে নগদ টাকা ও সিসি ক্যামেরার ডিভাইস নিয়ে গেছে। গত বুধবার (২৭ আগস্ট) গভীর রাতে উপজেলার গাড়াগঞ্জ বাজার শাখায় এ চুরির ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গাড়াগঞ্জ বাজারের মসজিদ মার্কেটের ২য় তলায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আনোয়ার শেখ ট্রেডার্স অবস্থিত। গেল রাতে ভবনের পেছন পাশে ম্ই লাগিয়ে ব্যাংকের জানালার গ্রীল কেটে ভেতরে প্রবেশ করে চোরচক্র। তারা ভল্ট ভেঙে নগদ ১ লাখ ২৫ হাজার ৭’শ ৫৯ টাকা ও সিসি ক্যামেরার ডিভাইস নিয়ে যায়। গত বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে ব্যাংক খুলে কর্মচারীরা বিষয়টি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
শাখার ম্যানেজার আল ইমরান জানান, রাতে আমরা লেনদেন শেষ করে অফিস বন্ধ করে চলে যায়। সকালে অফিসের ঝাড়–দার অফিস পরিস্কার করার সময় দেখতে পায় ব্যাংকের ভল্ট ভাঙ্গা। খবর পেয়ে দ্রুত আমরা এসে বিষয়টি দেখে পুলিশে খবর দিই।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, বৃহস্পতিবার সকালে চুরির ঘটনা শোনার পর সেখানে পুলিশ পাঠিয়েছিলাম। যেহেতু সিসি ক্যামেরার ডিভাইস ও চুরি হয়েছে সেক্ষেত্রে ভবনের ভেতরে কারা বা কয়জন প্রবেশ করেছিলো তা এখন জানা যায়নি। আশপাশের সিসি ক্যামেরা দেখে দ্রুতই আমরা শনাক্ত করতে পারব। আশা করছি দ্রুত সময়ের মধ্যে এই চক্রটিকে আইনের আওতায় আনা সম্ভব হবে।