হিটওয়েভ শুধু তাপ নয়, ত্বরান্বিত করে মানুষের বার্ধক্য!

গরম বা হিটওয়েভ শুধু অস্বস্তি সৃষ্টি করে না, এটি নীরবে মানুষের জৈবিক বয়সও দ্রুত বৃদ্ধি করতে পারে। খ্যাতনামা বৈজ্ঞানিক জার্নাল ন্যাচার ক্লাইমেট চেঞ্জ-এ প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, দীর্ঘ সময় ধরে অতিরিক্ত গরমে থাকা ধূমপান, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বা শারীরিক অনুশীলনের অভাবের মতোই ক্ষতিকর।
তাইওয়ানের ২৫ হাজার প্রাপ্তবয়স্ক মানুষের ওপর ১৫ বছরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, টানা দুই বছরে মাত্র চার দিন অতিরিক্ত হিটওয়েভের মুখোমুখি হলে একজন মানুষের জৈবিক বয়স গড়ে প্রায় ৯ দিন বৃদ্ধি পায়। যারা বাইরে শ্রমমূলক কাজ করেন, তাদের ক্ষেত্রে জৈবিক বয়স গড়ে ৩৩ দিন বেড়ে যেতে পারে।
গবেষকরা বলেন, এই প্রভাবের পেছনে ডিএনএ ক্ষতি, অক্সিডেটিভ স্ট্রেস বৃদ্ধি, প্রদাহ এবং গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গের ওপর অতিরিক্ত চাপ কাজ করতে পারে। যদিও ছায়া বা শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবহার করে কিছুটা প্রতিরোধ করা যায়, ক্ষতিকর প্রভাব পুরোপুরি কমানো যায় না।
তারা সতর্ক করে বলেন, হিটওয়েভ কেবল তাৎক্ষণিক মৃত্যু বাড়ায় না, বরং দীর্ঘমেয়াদে স্বাস্থ্যের অবনতিও ঘটায়। বিশেষ করে প্রবীণ, নিম্ন আয়ের মানুষ এবং কৃষ্ণাঙ্গ সম্প্রদায়ের জন্য এটি সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ।