ই-টিআইএন থাকা সত্ত্বেও রিটার্ন না দেয়ার জন্য নোটিশের নির্দেশ এনবিআরের!

ইলেকট্রনিক ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (ই-টিআইএন) থাকলেও যারা আয়কর রিটার্ন দাখিল করেন না, তাদের শনাক্ত করে নোটিশ পাঠানোর নির্দেশ দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। একইসঙ্গে কর কমিশনারদের রিটার্ন দাখিল না করা করদাতাদের আয়-ব্যয় ও সম্পদ যাচাই করে আইন অনুযায়ী কর আদায়ের নির্দেশও দেন তিনি।
গত বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে ২০২৫-২৬ অর্থবছরের জুলাই মাসের রাজস্ব আহরণ পরিস্থিতি পর্যালোচনা সভায় এই নির্দেশনা দেন এনবিআর চেয়ারম্যান। গতকাল শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় এনবিআর।
সভায় তিনি আরও বলেন, আগামী এক মাসের মধ্যে বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো, অনলাইন আয়কর রিটার্ন দাখিলসহ সব বন্ড কার্যক্রম বাধ্যতামূলকভাবে অনলাইনে সম্পন্ন করতে হবে। সময়মতো সেবা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে জবাবদিহির আওতায় আনা হবে।
এনবিআর চেয়ারম্যান সতর্ক করে বলেন, বন্ড সুবিধার আওতায় আনা কাঁচামাল বা পণ্য বাজারে বিক্রির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট আমদানিকারকের বন্ড লাইসেন্স বাতিল করা হবে। এর সঙ্গে কর্মকর্তা-কর্মচারীর সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
কাস্টমস কার্যক্রম জোরদার করার নির্দেশ দিয়ে তিনি বলেন, দীর্ঘদিন ধরে বন্দরজটে থাকা কনটেইনারগুলো দ্রুত নিলামে বিক্রির ব্যবস্থা নিতে হবে। ডিসেম্বরের মধ্যেই এ কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
ভ্যাট প্রসঙ্গে চেয়ারম্যান বলেন, ভ্যাট আদায়ে প্রবৃদ্ধির হার নয়, বরং আইনের যথাযথ প্রয়োগকে গুরুত্ব দিতে হবে। নিয়ম মেনে ভ্যাট প্রদানকারীদের ওপর অতিরিক্ত চাপ না দিয়ে যারা ভ্যাট দেন না, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।