বাগেরহাট আঠারোশো চারা পেলেন শিক্ষার্থীরা!

বাগেরহাট সদর উপজেলার উদ্দীপন বদর-সামছু বিদ্যানিকেতনের শিক্ষার্থীদের মাঝে গতকাল রোববার (১৭ আগস্ট) ১ হাজার ৮০০ কদবেল, সুপারি ও কুলের চারা বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানটি বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
চারা বিতরণ আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা সামছউদ্দীন-নাহার ট্রাস্ট ও বাগেরহাট বন্ধুসভা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাস্টের চিফ ফ্যাসিলিটেটর সুব্রত কুমার মুখার্জি, বন্ধুসভার সভাপতি মাহমুদ হোসেন শোভন, দৈনিক প্রথম আলোর বাগেরহাট প্রতিনিধি ইনজামামুল হক, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দসহ অন্যান্য সংগঠনের সদস্যরা।
ছাত্রছাত্রীরা বিনামূল্যে প্রাপ্ত চারা বাড়ির আঙিনায় রোপণ করে পরিবেশ রক্ষার অঙ্গীকার করেন। আয়োজকরা জানান, “শিক্ষার্থীরাই আমাদের আগামী। তারা পরিবেশ সুরক্ষার প্রহরী হবে।” অনুষ্ঠানকালে বিদ্যালয় প্রাঙ্গণে অর্ধশতাধিক ফল ও ফুলের চারা রোপণ করা হয়।
এ ধরনের পরিবেশ সচেতনতামূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তারা।