জাতীয় বিশ্ববিদ্যালয়: শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদে গড়ে তোলার উদ্যোগ

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজের শিক্ষার্থীদের চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার জন্য তথ্যপ্রযুক্তি ও একাধিক ভাষায় প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। এটি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।
গতকাল সোমবার (১৮ আগস্ট) রাজধানীর লালমাটিয়া সরকারি মহিলা কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে তিনি বলেন, "দেশের উচ্চশিক্ষার প্রায় ৭০ শতাংশ শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অধ্যয়ন করছে। তাই সিলেবাস সংস্কার, আইসিটি ও ইংরেজি বাধ্যতামূলক করা, এআই, ডেটা সায়েন্সে প্রশিক্ষণ, ক্যারিয়ার ক্লাব, মাল্টি ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট ও সাইবার সিকিউরিটি ল্যাব গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে ৫০ হাজার ছাত্রীকে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ এবং দ্বিতীয় পর্যায়ে ছাত্রদের প্রশিক্ষণ দেওয়া হবে।"
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ শিক্ষার্থীদের সততা ও সাহসিকতার গুরুত্ব উল্লেখ করে নতুন প্রজন্মকে দেশের গঠনে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার পরামর্শ দেন।
ইউনিসেফ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স বলেন, "দেশে আট লাখের বেশি স্নাতক বেকারের মধ্যে শিক্ষাকে কর্মসংস্থানে রূপান্তরের লক্ষ্যেই এই যৌথ কর্মসূচি নেওয়া হয়েছে। অনুষ্ঠানে শহীদ শিক্ষার্থীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং “সাইবার সেফটি গেমস” উদ্বোধন করা হয়।"
উপাচার্য আরও জানান, জুলাই মাসের গণঅভ্যুত্থানে শহীদ ও আহত শিক্ষার্থীদের পরিবারকে আর্থিক অনুদান ও বিনা বেতনে পড়াশোনার সুযোগ প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রো-ভিসি, ট্রেজারার, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।