ঢাকা বোর্ডে এসএসসি উত্তরপত্র পুনঃনিরীক্ষণে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২৮৬ শিক্ষার্থী

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে নতুন করে জিপিএ-৫ অর্জন করেছেন মোট ২৮৬ শিক্ষার্থী।
রোববার (১০ আগস্ট) সকাল ১০টায় প্রকাশিত ফলাফলে দেখা গেছে, পুনঃনিরীক্ষার জন্য ৯২,৬৭৬ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। তারা মোট ২ লাখ ২২,৫৩৩টি খাতা পুনঃপরীক্ষার জন্য জমা দিয়েছিলেন।
ফলাফলে দুই হাজার ৯৩৫ জনের ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে ২৯৩ জন ফেল থেকে উত্তীর্ণ হয়েছেন, তিনজন ফেল থেকে সরাসরি জিপিএ-৫ পেয়েছেন এবং ২৮৬ জন নতুন করে জিপিএ-৫ অর্জন করেছেন।
ঢাকা বোর্ডের এই পুনঃনিরীক্ষণ প্রক্রিয়া শিক্ষার্থীদের জন্য নতুন আশার আলো হয়ে উঠেছে।