চট্টগ্রাম, রাজশাহী ও কুমিল্লা বোর্ডে এসএসসি পুনঃনিরীক্ষায় শতাধিক শিক্ষার্থী পেল নতুন সুযোগ

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল প্রকাশিত হয়েছে। এতে চট্টগ্রাম, রাজশাহী ও কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে নতুন করে জিপিএ-৫ পাওয়ার পাশাপাশি বহু শিক্ষার্থী ফেল থেকে উত্তীর্ণ হয়েছেন।
রোববার (১০ আগস্ট) সকাল ১০টায় ফল প্রকাশিত হয়।
চট্টগ্রাম বোর্ড:
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী জানালেন, ৭৮,১৯২টি খাতা পুনঃনিরীক্ষার আবেদন জমা পড়েছিল। এর মধ্যে ১,৭৪২টি খাতায় নম্বর পরিবর্তন হয়েছে। মোট ১,৬৬৯ শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। ফলাফল অনুযায়ী, ৬৪৬ জনের গ্রেড পরিবর্তন হয়েছে, ৬৪ জন ফেল থেকে পাস করেছেন এবং নতুন করে ৬৫ জন জিপিএ-৫ পেয়েছেন।
রাজশাহী বোর্ড:
রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ.ন.ম. মোফাখখারুল ইসলাম জানান, ৬১,৩১০টি খাতা পুনঃনিরীক্ষার জন্য চ্যালেঞ্জ করা হয়েছিল। এর মধ্যে ৭৮৩ জনের নম্বর পরিবর্তন হয়েছে এবং ৩২৩ জনের গ্রেড পরিবর্তন হয়েছে। ফলাফল অনুযায়ী, ৪৮ জন ফেল থেকে উত্তীর্ণ হয়েছেন এবং নতুন করে ৩৫ জন জিপিএ-৫ অর্জন করেছেন।
কুমিল্লা বোর্ড:
কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাছরীন বলেন, ৩৫,৫৩১ জন শিক্ষার্থী পুনঃনিরীক্ষার আবেদন করেন। মোট ৭৫,৮৭৭টি খাতা পরীক্ষা করা হয়। ৮৪৪ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে, যার মধ্যে ১৯০ জন ফেল থেকে উত্তীর্ণ হয়েছেন এবং ৬৭ জন নতুন করে জিপিএ-৫ পেয়েছেন।
এসএসসি পুনঃনিরীক্ষণ প্রক্রিয়ায় এই ফলাফল শিক্ষার্থীদের জন্য নতুন আশা জাগিয়েছে।