এশিয়া কাপের আগে ডাচদের বিপক্ষে চূড়ান্ত প্রস্তুতিতে টাইগাররা!

এশিয়া কাপ সামনে রেখে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে টাইগারদের হেড কোচ ফিল সিমন্স পরিষ্কার জানালেন, আপাতত পুরো মনোযোগ নেদারল্যান্ডসের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে। তিনি বলেন, ‘আমি এশিয়া কাপ নিয়ে ভাবছি না, এশিয়া কাপ আসবে এই সিরিজের পর। এখন আন্তর্জাতিক একটি দলের বিপক্ষে আন্তর্জাতিক একটি সিরিজ খেলছি আমরা। এই সিরিজ নিয়েই ভাবছি।’
আগামী ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে এশিয়া কাপ। তার আগে ঘরের মাঠে তিন ম্যাচের সিরিজ খেলছে বাংলাদেশ। প্রায় তিন সপ্তাহের ফিটনেস, স্কিল ক্যাম্প এবং বিশেষ পাওয়ার হিটিং কোচের দীক্ষা শেষে এখন শেষ মুহূর্তের পরীক্ষার মঞ্চ এই সিরিজ।
সিলেটে ক্যাম্প:
গত ১০ দিন ধরে সিলেটে অনুশীলন করছে বাংলাদেশ দল। সংযুক্ত আরব আমিরাতের ব্যাটিং-বান্ধব উইকেটের সঙ্গে খাপ খাওয়ানোর লক্ষ্যে ঢাকা থেকে সিলেটে স্থানান্তর করা হয় ক্যাম্প। দলের অধিনায়ক লিটন দাস বলেন, ‘আমার মনে হয় এখানকার কন্ডিশন অনেকটা একই রকম হবে। সংযুক্ত আরব আমিরাতে ভালো ব্যাটিং উইকেট তৈরি করে, সিলেটও ব্যাটিং-বান্ধব। তাই প্রস্তুতি কাজে দেবে।’
নেদারল্যান্ডস চ্যালেঞ্জ:
যে কোনো ফরম্যাটের দ্বিপাক্ষিক সিরিজ খেলতে প্রথমবারের মতো বাংলাদেশে সফর করছে নেদারল্যান্ডস। তবে পরিসংখ্যান বাংলাদেশের পক্ষে—টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত পাঁচ ম্যাচে চার জয় টাইগারদের। সর্বশেষ ২০২৪ সালের বিশ্বকাপে ডাচদের হারিয়েছে ২৫ রানে। তবে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে নেদারল্যান্ডসের কাছে হারার লজ্জাও আছে বাংলাদেশের।
নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস মনে করেন, বাংলাদেশ ঘরের মাঠে শক্তিশালী দল হলেও জেতার মতো সামর্থ্য আছে তার দলের। তিনি বলেন, ‘অবশ্যই আমরা সিরিজ জিততে পারি। নিজেদের সেরাটা খেলতে পারলে সাফল্যের সুযোগ আছে।’
সম্ভাব্য একাদশ ও দলে পরিবর্তন:
এশিয়া কাপ সামনে রেখে সিরিজে কিছু পরীক্ষা-নিরীক্ষার ইঙ্গিত দিয়েছেন লিটন দাস। পারভেজ হোসেন ইমন চোট কাটিয়ে ফিরেছেন। তবে অসুস্থতা থেকে সেরে ওঠা শামীম হোসেনকে প্রথম ম্যাচে বিশ্রাম দিতে পারে টিম ম্যানেজমেন্ট। একাদশে সুযোগ পেতে পারেন নুরুল হাসান সোহান কিংবা সাইফ হাসান।
অন্যদিকে, পূর্ণ শক্তির দল নিয়ে আসতে পারেনি নেদারল্যান্ডস। অনুপস্থিত থাকবেন অভিজ্ঞ অলরাউন্ডার বাস ডি লেড, রুলফ ফন ডার মেরওয়া ও ওপেনার মাইকেল লেভিট।
বাংলাদেশ স্কোয়াড:
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলি, শামিম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।
নেদারল্যান্ডস স্কোয়াড:
স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), নোয়াহ ক্রোয়েস, ম্যাক্স ও’দাউদ, বিক্রমজিত সিং, তেজা নিদামানুরু, সিকান্দার জুলফিকার, সেডরিক ডি ল্যাং, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ফন মেকেরেন, শারিজ আহমেদ, বেন ফ্লেচার, ড্যানিয়েল ডোরাম, সেবাস্টিয়ান ব্র্যাট ও টিম প্রিঙ্গেল।