তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে নেদারল্যান্ডস!

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এসে পৌঁছেছে নেদারল্যান্ডস ক্রিকেট দল। আগামী শনিবার (৩০ আগস্ট) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজ, যা এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে দেখছে বিসিবি।
আজ বুধবার (২৭ আগস্ট) সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে নেদারল্যান্ডস ক্রিকেট দল। সংক্ষিপ্ত বিশ্রামের পর দুপুর সাড়ে ১২টার ফ্লাইটে সিলেটের উদ্দেশে রওনা দেয় স্কট অ্যাডওয়ার্ডসের নেতৃত্বাধীন দল।
আজ সিলেটে বিশ্রামে থাকলেও আগামীকাল সন্ধ্যা এবং পরশু অনুশীলন করবে সফরকারী দল।
ভারতের বিপক্ষে সিরিজ বাতিল, তাই ডাচদের আমন্ত্রণ
চলতি মাসে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও সমসংখ্যক টি-টোয়েন্টি সিরিজ হওয়ার কথা ছিল। তবে ভারতের সরকার সবুজ সংকেত না দেওয়ায় বিসিসিআই সিরিজ স্থগিত করে। ফলে এশিয়া কাপের আগে দেড় মাস কোনো আন্তর্জাতিক সিরিজ হাতে ছিল না বাংলাদেশের।
এ অবস্থায় বিকল্প প্রতিপক্ষ খুঁজতে থাকে বিসিবি। তাদের আমন্ত্রণেই বাংলাদেশ সফরে আসে নেদারল্যান্ডস।
এবারই প্রথম দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশে এলো নেদারল্যান্ডস। এর আগে দুই দল মুখোমুখি হয়েছে শুধু আইসিসি টুর্নামেন্ট ও প্রীতি ম্যাচে। টি-টোয়েন্টি ফরম্যাটে এখন পর্যন্ত চারবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও নেদারল্যান্ডস—যেখানে ৩টিতে জয় পেয়েছে টাইগাররা, আর একবার জিতেছে ডাচরা।
২০১২ সালে হেগে প্রথম মুখোমুখি লড়াইয়ে ৯ উইকেটে জেতে বাংলাদেশ, তবে একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচে হারতে হয়। এরপর ২০১৬ সালে ধর্মশালা ও ২০২২ সালে হোবার্টে জয় তুলে নেয় টাইগাররা।
ওয়ানডে ফরম্যাটে অবশ্য এগিয়ে নেদারল্যান্ডস। এ পর্যন্ত ৩ ম্যাচে ২ বারই হেরেছে বাংলাদেশ। এর মধ্যে ২০২৩ বিশ্বকাপে হারের তিক্ত স্মৃতিও এখনো তাজা।