এশিয়া কাপের পর সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ!

এশিয়া কাপের ব্যস্ততা শেষ হলে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। রবিবার (২৪ আগস্ট) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এফসিবি) যৌথভাবে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের দিনক্ষণ ঘোষণা করেছে।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ২ অক্টোবর। পরের দুই টি-টোয়েন্টি ম্যাচ যথাক্রমে ৩ ও ৫ অক্টোবর অনুষ্ঠিত হবে। দু’দিন বিরতি দিয়ে ওয়ানডে সিরিজ শুরু হবে ৮ অক্টোবর এবং বাকি দুটি ওয়ানডে ম্যাচ খেলানো হবে ১১ ও ১৪ অক্টোবর।
গত বছর এই সফর পিছিয়ে গিয়েছিল। এবার এশিয়া কাপ শেষের পর বাংলাদেশ আবার আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে খেলবে।
উল্লেখ্য, আগামী ৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে এশিয়া কাপ। ‘বি’ গ্রুপে বাংলাদেশ ও আফগানিস্তানের পাশাপাশি রয়েছে শ্রীলঙ্কা ও হংকং। প্রথম রাউন্ডে বাংলাদেশের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ১৬ সেপ্টেম্বর। যদি সুপার ফোরে উঠতে পারে, তারা ২৬ সেপ্টেম্বর পর্যন্ত খেলতে পারবে। প্রথম রাউন্ডে বাদ পড়লে দেশে ফিরে পরে আবার আমিরাতে সিরিজ খেলবে বাংলাদেশ।