ওয়ানডে দলে ফিরলেন ব্রেন্ডন টেইলর!

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। ঘোষিত ১৬ সদস্যের দলে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটার ব্রেন্ডন টেইলর।
টেইলর সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন ২০২১ সালের সেপ্টেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে। দুর্নীতিবিরোধী নীতি ভঙ্গের দায়ে তিনি তিন বছরের বেশি সময় নিষিদ্ধ ছিলেন। নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয় গত ২৫ জুলাই। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন ৩৯ বছর বয়সী এই ব্যাটার। এবার ডাক পেলেন ওয়ানডেতেও।
জিম্বাবুয়ের নির্বাচক ডেভিড মুটেনডেরা বলেন, “টেইলরের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ, বিশেষ করে চাপের সময়ে। ড্রেসিংরুমে তার উপস্থিতি দলকে শক্তি দেবে।”
এবারের দলে চার নতুন মুখও রয়েছে—ক্লাইভ মাদান্দে, টনি মুনিয়োঙ্গা, ব্র্যাড ইভান্স এবং অভিষেকের অপেক্ষায় থাকা আর্নেস্ট মাসুকু।
সিরিজ সূচি:
২৯ আগস্ট – প্রথম ওয়ানডে, হারারে স্পোর্টস ক্লাব
৩১ আগস্ট – দ্বিতীয় ওয়ানডে, একই ভেন্যু
এরপর দুই দল একই মাঠে ৩, ৬ ও ৭ সেপ্টেম্বর খেলবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
জিম্বাবুয়ে দল:
ক্রেইগ এরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, জনাথন ক্যাম্পবেল, বেন কারান, ব্র্যাড ইভান্স, ট্রেভর গুয়ান্ডু, ওয়েসলি মাদেভেরে, ক্লাইভ মাদান্দে, আর্নেস্ট মাসুকু, টনি মুনিয়োঙ্গা, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড নগারাভা, নিউম্যান নিয়ামহুরি, সিকান্দার রাজা, ব্রেন্ডন টেইলর ও শন উইলিয়ামস।