দাপুটে জয়, সিরিজ নিশ্চিত করেছে প্রোটিয়ারা

ম্যাথু ব্রিটজকে-ট্রিস্টান স্টাবসের ঝলমলে ব্যাটিং আর লুঙ্গি এনগিডির ভয়ঙ্কর বোলিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। শুক্রবার (২২ আগস্ট) তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অজিদের ৮৪ রানে হারিয়ে সফরকারীরা এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতেছে।
২৭৭ রানের টার্গেট তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া ১৯৩ রানের বেশি করতে পারেনি। লুঙ্গি এনগিডি ৫ উইকেট নিয়ে অজি ব্যাটিং লাইনআপের মধ্যভাগ ভেঙে দেন। শুরুতে হেড, লাবুশেন ও মার্শ মাত্র ৩৮ রানের মধ্যে উইকেট হারান।
এর আগে প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা ২৭৭ রানের লক্ষ্য স্থাপন করে। ম্যাথু ব্রিটজকে ৮৮ ও স্ট্রিস্টান স্টাবস ৭৪ রানের ইনিংস খেলেন। ব্রিটজকে ক্যারিয়ারের প্রথম চার ওয়ানডেতে সর্বোচ্চ ৩৭৮ রান তোলার রেকর্ড গড়েছেন।
এর আগে সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৯৮ রানে হারিয়েছিল প্রোটিয়া। ধবলধোলাই এড়াতে আগামী ২৪ আগস্ট সিরিজের শেষ ম্যাচে আবার মাঠে নামবে অজিরা।