ওয়াসিম আকরাম: ম্যাচ হোক বা না হোক, ক্রিকেট চলবে নিজের গতিতে

আগামী ১৪ সেপ্টেম্বর দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এশিয়া কাপ ২০২৫ এর মহারণে মুখোমুখি হতে যাচ্ছে ভারত ও পাকিস্তান। তবে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে কি-না তা নিয়ে যথেষ্ট সন্দেহ তৈরি হয়েছে। ভারতের সাবেক অলরাউন্ডার কেদার যাদব ইতিমধ্যে দাবি করেছেন, এই ম্যাচ হয়তো হবে না।
এ প্রসঙ্গে পাকিস্তানের কিংবদন্তি ফাস্ট বোলার ওয়াসিম আকরাম ‘স্টিক উইথ ক্রিকেট’ পডকাস্টে বলেন, “এশিয়া কাপে ভারত-পাকিস্তানের ম্যাচ হোক বা না হোক, ক্রিকেট তার গতিতে চলতেই থাকবে। সূচি প্রকাশিত হয়েছে, কিছু নেতিবাচক প্রতিক্রিয়া এসেছে, কিন্তু আমরা শান্ত আছি।”
দীর্ঘদিন ধরে ভারত-পাকিস্তানের দ্বিপক্ষীয় সিরিজ বন্ধ রয়েছে। আকরাম আশা প্রকাশ করেন, একদিন আবার এই দুই দলের মধ্যে টেস্ট সিরিজও হবে। তিনি বলেন, “রাজনীতি এক পাশে থাক, আমরা খেলোয়াড়রা আমাদের মতো দেশপ্রেমিক। খেলা চলবে, আর দর্শকরা উপভোগ করবেন।”
এশিয়া কাপ চলবে ৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। এবারের আসরে টি-টোয়েন্টি ফরম্যাটে আট দল দুই গ্রুপে ভাগ হয়ে লড়বে। গ্রুপ ‘এ’-তে আছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ওমান। গ্রুপ ‘বি’-তে শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান ও হংকং।
৯ সেপ্টেম্বর আবু ধাবিতে আফগানিস্তান বনাম হংকং ম্যাচ দিয়ে আসর শুরু হবে। ১০ সেপ্টেম্বর দুবাইয়ে ভারত খেলার মাঠে নামবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। ১৪ সেপ্টেম্বর মাঠে গড়াবে বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচ। ২৮ সেপ্টেম্বর দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ফাইনাল অনুষ্ঠিত হবে।