বিসিবি ক্রিকেটারদের ফিজিও-ডাক্টরদের বিদেশে উন্নত প্রশিক্ষণের পরিকল্পনা করছে!

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দেশের ঘরোয়া থেকে জাতীয় দলের ক্রিকেটারদের ইনজুরি ও ফিটনেস বিষয়ক কাজ দেখছে মেডিকেল বিভাগের মাধ্যমে। এবার বোর্ড পরিকল্পনা করছে এই বিভাগে কর্মরত ডাক্তার, ফিজিও ও ট্রেনারদের উন্নত প্রশিক্ষণের জন্য বিদেশে পাঠানোর।
বিসিবি মেডিকেল বিভাগের চেয়ারম্যান মঞ্জুরুল আলম চৌধুরী ঢাকা পোস্টকে জানিয়েছেন, বিসিবি সভাপতি দেশে আসার পরই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। ইতিমধ্যেই কাতার, মালয়েশিয়া ও ব্যাংকক নিয়ে ভাবনা করা হয়েছে, যার মধ্যে কাতারের প্রস্তাব সবচেয়ে কার্যকর মনে করছেন তারা।
একজন বিসিবি চিকিৎসক জানান, ‘প্রতিবছর এক থেকে দুইজন ট্রেনার, ডাক্তার ও ফিজিওর সঙ্গে যারা ম্যাসাজ দেন, তাদের বিদেশে পাঠানোর কথা ভাবা হচ্ছে।’
বিসিবির মেডিকেল বিভাগে বর্তমানে ১৫ জন স্থায়ী সদস্য রয়েছেন, যার মধ্যে ডাক্তার ও ফিজিওথেরাপিস্ট/ট্রেনার অন্তর্ভুক্ত। এছাড়া অস্থায়ী সদস্যরাও জাতীয় দলের সঙ্গে কাজ করে থাকেন।