৮ বছরের সম্পর্কের পর বিয়ের পথে রোনালদো-জর্জিনা

দীর্ঘ আট বছরের সম্পর্ক অবশেষে আনুষ্ঠানিক পরিণতির পথে। প্রেমিকা জর্জিনা রদ্রিগেজকে বিয়ের প্রস্তাব দিয়েছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।
গতকাল সোমবার (১১ আগস্ট) ইনস্টাগ্রামে আঙুলে হীরার আংটি পরা একটি ছবি পোস্ট করে জর্জিনা নিজেই বাগদানের খবর জানান। ক্যাপশনে তিনি লেখেন, রোনালদোর প্রস্তাবে তাঁর সম্মতিমূলক বার্তা— “হ্যাঁ, আমি রাজি। এই জীবনে, এবং আমার সব জীবনে।”
রোনালদো ও জর্জিনার চার সন্তান রয়েছে—যমজ এভা মারিয়া ও মাতেও (সারোগেসির মাধ্যমে ২০১৭ সালে জন্ম), আলানা (২০১৭) এবং বেলা (২০২২)। তবে দুঃখজনকভাবে বেলার যমজ ভাই জন্মের পরপরই মারা যায়। এছাড়া, এই যুগল রোনালদোর জ্যেষ্ঠ পুত্র ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়রের (২০১০) অভিভাবকও।
জর্জিনার পোস্টে লোকেশন হিসেবে ছিল রিয়াদ, সৌদি আরব—যেখানে রোনালদো বর্তমানে আল-নাসর এফসির হয়ে খেলছেন। গত মৌসুমে সৌদি প্রো লিগে তিনি ক্লাবটির হয়ে ৩০ ম্যাচে ২৫টি গোল করেন।