বিয়ে, প্রেমের গুঞ্জন ও আন্দোলনে সমালোচনা—তৌহিদ আফ্রিদির পাঁচ বিতর্ক!

২০১৫ সালে ইউটিউবার হিসেবে যাত্রা শুরু করেন তৌহিদ আফ্রিদি। এক বছরের মধ্যেই ভ্লগ ও প্রাঙ্ক ভিডিওর মাধ্যমে তরুণদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠেন। বর্তমানে তাঁর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা ৬৩ লাখের বেশি। তবে জনপ্রিয়তার পাশাপাশি বিভিন্ন সময়ে নানা কারণে আলোচিতও হয়েছেন তিনি।
১. দেবকে ‘মামা’ সম্বোধন
পশ্চিমবঙ্গের জনপ্রিয় নায়ক দেবের সাক্ষাৎকার নিয়ে আফ্রিদি প্রথম বড় আলোচনায় আসেন। ভিডিওতে দেবকে তিনি মামা বলে সম্বোধন করেন। দেবও তাকে ঘুরিয়ে দেখান, খাওয়ান এবং বাংলাদেশ নিয়ে কথা বলেন। সেই ভিডিও কোটি দর্শক দেখেন।
২. দীঘির সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে গুঞ্জন
মডেল ও অভিনেত্রী দীঘির সঙ্গে বিভিন্ন আড্ডা ও ভিডিওর কারণে প্রেমের গুঞ্জন ছড়ায়। ছবিতে তাঁদের রোমান্টিক ভঙ্গি ভাইরাল হয়। তবে দীঘি সবসময়ই দাবি করেছেন, তাঁরা শুধু ভালো বন্ধু।
৩. বিয়ে নিয়ে বিভ্রান্তি
২০২৩ সালে বিয়ের ছবি ভাইরাল হলে গুঞ্জন ওঠে, তিনি রাইসা নামের এক তরুণীকে বিয়ে করেছেন। পরে আফ্রিদি জানান, আসলে তিনি রিসাকে বিয়ে করেছেন, যিনি রাইসার যমজ বোন। এই বিভ্রাটে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে নিয়ে ব্যাপক ট্রল হয়।
৪. গোয়েন্দা পুলিশের সাবেক প্রধানের সঙ্গে সম্পর্ক
ডিএমপির গোয়েন্দা শাখার তৎকালীন প্রধান মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে আফ্রিদির ভিডিও প্রকাশ্যে আসে। এতে তাঁকে সমালোচনার মুখে পড়তে হয়।
৫. আন্দোলনের সময়ে নীরবতা ও পরে সমালোচনা
কোটা আন্দোলনসহ বিভিন্ন ঘটনায় যখন ছাত্র-জনতার আন্দোলন তীব্র হয়, তখন আফ্রিদি নীরব থাকেন। পরে এক ফেসবুক পোস্টে তিনি আন্দোলনের প্রতি সমর্থন জানাতে চাইলে শিক্ষার্থীদের সমালোচনার মুখে পড়েন। অনেকেই তাঁর অবস্থানকে প্রহসন হিসেবে দেখেন।
সর্বশেষ গত রবিবার (২৪ আগস্ট) সিআইডি বিশেষ অভিযানে তাঁকে বরিশাল থেকে গ্রেপ্তার করে ঢাকায় নিয়ে আসে। সোমবার তাঁকে আদালতে তোলা হয়।