পিএইচডি সাফল্যে মিথিলাকে অভিনন্দন জানালেন সৃজিত!

জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা সফলভাবে তার পিএইচডি থিসিস সম্পন্ন করেছেন। তাই এবার তার নামের সঙ্গে ‘ডক্টর’ উপাধি যুক্ত হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সুখবর ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন তিনি।
গতকাল সোমবার (২৫ আগস্ট) রাতে মিথিলা তার ফেসবুক স্ট্যাটাসে দুটি ছবি আপলোড করেন। একটি ছবিতে তাকে দেখা যায় জেনেভা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টির সামনে দাঁড়িয়ে, আর অন্যটিতে রয়েছে তার তৈরি করা থিসিসের বই।
ছবির ক্যাপশনে মিথিলা লিখেছেন, "জেনেভা বিশ্ববিদ্যালয়ে আমার পিএইচডি থিসিস সফলভাবে রক্ষা করতে পেরে আমি অত্যন্ত আবেগপ্রবণ এবং গর্বিত! এই মুহূর্তটি পাঁচ বছরের একটি যাত্রার সমাপ্তি যা তিক্ত-মিষ্টির চেয়ে কম ছিল না।"
সংগীতশিল্পী-অভিনেতা তাহসান খানের সঙ্গে বিচ্ছেদের পর ২০১৯ সালের ডিসেম্বরে কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে নতুন সংসার শুরু করেন মিথিলা। কিছুদিন ধরে তাদের সম্পর্কে দূরত্বের গুঞ্জন শোনা যাচ্ছিল।
এই গুঞ্জন কিছুটা থামিয়ে দিয়েছে সৃজিত মুখার্জি। তিনি মিথিলার সাফল্যকে প্রশংসা করেছেন। গতকাল সোমবার (২৫ আগস্ট) বিকেলে মিথিলার ফেসবুক পোস্ট নিজের পেজে শেয়ার করে লিখেছেন, "অবিশ্বাস্য অর্জন, আর একরাশ প্রশংসা!"
এর আগে সৃজিত মিথিলা ও তাহসানের মেয়ে আইরার একটি বিজ্ঞাপন শেয়ার করেছিলেন এবং ভারতীয় গণমাধ্যমেও তার অভিনয়ের প্রশংসা করেছিলেন।