বাংলাদেশ নারী ফুটবল দলকে ফিফার শুভেচ্ছা, র্যাঙ্কিংয়ে রেকর্ড উন্নতি

বিগত কয়েক বছরে বয়সভিত্তিক দল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত অসাধারণ ধারাবাহিকতায় উন্নতি করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। অর্জন করেছে একের পর এক সাফল্য। এবার সেই ঐতিহাসিক অগ্রযাত্রার স্বীকৃতি দিল বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা—ফিফা।
প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী দল। এশিয়ান কাপে ভালো করলে মিলতে পারে ২০২৭ নারী বিশ্বকাপের টিকিটও। আন্তর্জাতিক অঙ্গনে এমন যুগান্তকারী সাফল্যের পাশাপাশি ফিফা নারী র্যাঙ্কিংয়েও এসেছে রেকর্ড উন্নতি। বাংলাদেশ দলের এই সাফল্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ পোস্টে শুভেচ্ছা জানিয়েছে ফিফা।
গতকাল বৃহস্পতিবার (৭ আগস্ট) ফিফার অফিশিয়াল ফেসবুক পেজে শেয়ার করা পোস্টে ছয়টি ফটোকার্ড প্রকাশ করা হয়, যেখানে বাংলাদেশের র্যাঙ্কিং উন্নতি, কোয়ালিফাই অর্জন ও নারী ফুটবলে দীর্ঘমেয়াদি পরিকল্পনার বিষয়গুলো তুলে ধরা হয়েছে।
প্রথম কার্ডে ফিফা তুলে ধরে, বাংলাদেশ নারী র্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় অগ্রগতি অর্জনকারী দল।
দ্বিতীয় কার্ডে বলা হয়, ২০২৩ সালের আগস্টে যেখানে বাংলাদেশের অবস্থান ছিল ১৪২তম, সেখানে এখন তা বেড়ে দাঁড়িয়েছে ১০৪তমতে।
তৃতীয় কার্ডে উঠে আসে, আগে কখনো এএফসি নারী এশিয়ান কাপের বাছাইপর্বে কোনো ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। অথচ ২০২৫ বাছাইপর্বে অপরাজিত থেকে ইতিহাস গড়েছে তারা।
চতুর্থ কার্ডে ফিফা জানিয়েছে, এই সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছে দেশের প্রথম নারী ফুটবল কৌশলগত পরিকল্পনা “Empower Her: 2024–2027” এবং ফিফার উন্নয়ন সহায়তা।
পঞ্চম কার্ডে উল্লেখ করা হয়, পরপর দুইবার সাফ চ্যাম্পিয়ন হওয়ায় দলের আত্মবিশ্বাস আরও বেড়েছে, যার পেছনে ছিল FIFA Forward Programme-এর আর্থিক সহায়তা।
শেষ কার্ডে ফিফা তুলে ধরেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়ালের বক্তব্য। তাবিথ বলেন, “ফিফা নারী ফুটবলে বিশেষ গুরুত্ব দেওয়ায় বাংলাদেশেও ব্যাপক সচেতনতা তৈরি হয়েছে, যা দর্শকসংখ্যা ও আগ্রহ দুটিই বাড়িয়েছে।”
এএফসি নারী এশিয়ান কাপে ভালো পারফরম্যান্স করতে পারলে আগামী বছর ফিফা নারী বিশ্বকাপ ২০২৭-এ খেলার সুযোগ তৈরি হবে বাংলাদেশের জন্য। নারী ফুটবলের এমন দ্রুত অগ্রগতি শুধু দেশের ক্রীড়াঙ্গনেই নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও ইতিবাচক আলোচনার জন্ম দিচ্ছে।
দেশের ফুটবলপ্রেমীদের প্রত্যাশা—ফিফার এই স্বীকৃতি প্রেরণার শক্তি হয়ে উঠবে, এবং বাংলাদেশ নারী দল ভবিষ্যতে আরও বড় সাফল্যের পথে এগিয়ে যাবে।