মেসি দলের অক্সিজেন,মেসির অবশ্যই ২০২৬ বিশ্বকাপে খেলা উচিত:ডি মারিয়া

আগামী বছর অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বকাপ। টুর্নামেন্টে লিওনেল মেসির খেলা এখনও নিশ্চিত নয়। তবে আর্জেন্টিনা জাতীয় দলের দীর্ঘদিনের সতীর্থ আনহেল ডি মারিয়া মনে করেন, বিকল্প কোনো চিন্তা করার সুযোগ নেই। তার মতে, মেসির অবশ্যই পরবর্তী বিশ্বকাপে খেলা উচিত।
ডি মারিয়া বলেন, মেসি মাঠে থাকলেই জাতীয় দলের শক্তি বহুগুণ বেড়ে যায়। সে কোন অবস্থায় বা কোন ফর্মে আছে তা বিবেচ্য নয়, কারণ তার উপস্থিতিই পুরো দলের জন্য প্রেরণার উৎস। তিনি মনে করেন, মেসি খেললে সতীর্থরা আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠেন। তার মতে, দিয়েগো ম্যারাডোনা যেভাবে দলের অনুপ্রেরণা হয়ে উঠতেন, মেসিও ঠিক সেভাবেই দলের প্রাণভোমরা।
আর্জেন্টাইন এই মিডফিল্ডার আরও বলেন, মেসিকে অন্য কারও সঙ্গে তুলনা করা যায় না। তিনি যেন ভিনগ্রহের এক ফুটবলার। ফুটবলপ্রেমীরা মেসিকে উপভোগ করতে চান এবং বিশ্বকাপে তার খেলা দেখা হারানোর মতো কিছু নয়। ডি মারিয়া জানান, তিনি এখন মেজর লিগ সকার নিয়মিত দেখেন কেবল মেসির কারণে, যদিও আগে কখনো এ প্রতিযোগিতা দেখতেন না। এমনকি এখন তার কাছে ইন্টার মিয়ামির সিজন টিকিটও রয়েছে।
২০০৮ সালের বেইজিং অলিম্পিকে আর্জেন্টিনার সোনাজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন মেসি ও ডি মারিয়া। সর্বশেষ কাতার বিশ্বকাপজয়ী দলেও ছিলেন তারা। এছাড়া একসঙ্গে একাধিকবার কোপা আমেরিকা জিতেছেন। যুব দল থেকে শুরু করে জাতীয় দলে দীর্ঘ সময় একসঙ্গে খেলছেন এই দুই তারকা।