বলিউড তারকা শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের বিরুদ্ধে প্রতারণার মামলা!

রাজস্থানের ভরতপুরে প্রতারণার অভিযোগে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনসহ ৬ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মামলা করেছেন কীর্তি সিং নামের এক আইনজীবী। ২০২২ সালে তিনি একটি গাড়ি কিনেন এবং প্রাথমিকভাবে ৫১ হাজার রুপি অগ্রীম দিয়ে বাকি টাকা ঋণ নিয়ে পরিশোধ করেন। তবে গাড়ি চালানোর সঙ্গে সঙ্গে নানা যান্ত্রিক ত্রুটি দেখা দেয়, যার মধ্যে অ্যাকসেলেটরে বড় সমস্যা ছিল। অভিযোগ অনুযায়ী, এটি বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারত। অভিযোগ দায়েরের পরও কোনো সমাধান না পেয়ে কীর্তি সিং আদালতে যান।
শাহরুখ ও দীপিকার নাম গাড়ি প্রস্তুতকারী সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ও বিজ্ঞাপনে প্রচারের কারণে এফআইআরে যুক্ত করা হয়েছে।
এ ঘটনায় মথুরাগেট থানার পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এখনও শাহরুখ বা দীপিকার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।