এশিয়া কাপের শিরোপা নেওয়ার লক্ষ্য নিয়েই প্রস্তুতি বাংলাদেশ দলের

বাংলাদেশ কখনও এশিয়া কাপের শিরোপা জেতে নি। তিনবার ফাইনালে উঠলেও ট্রফি মিস হয়েছে টাইগারদের। এবার সংযুক্ত আরব আমিরাতে আসন্ন ১৩তম এশিয়া কাপে সেই শিরোপাখরা কাটাতে চায় লাল সবুজের জার্সিধারীরা।
টুর্নামেন্টের প্রস্তুতি:
১. আগামী ৯-২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এশিয়া কাপ।
২. এর আগে ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলনের ফাঁকে উইকেটকিপার ব্যাটার জাকের আলি অনিক বলেন, “আমরা এবারের এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাচ্ছি। আমাদের লক্ষ্য একটাই।”
সম্প্রতি পাওয়ার হিটিংয়ে বিশেষ কোচ জুলিয়ান উডকে নিয়োগ দিয়েছে বিসিবি। ফিটনেস উন্নয়নের জন্য নাথান কেলির অধীনে কাজ করছেন ক্রিকেটাররা।
জাকের জানান, টি-টোয়েন্টিতে তার রোল প্রতিদিন পরিবর্তিত হয়, তাই ব্যাটিংয়ে কোনো নির্দিষ্ট গোল নিয়ে চিন্তা করেন না।
শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে টানা দুটি সিরিজ জয়ে দলের আত্মবিশ্বাস বেড়েছে। সমর্থকরা এবার লিটন ব্রিগেডের নেতৃত্বে কাঙ্খিত ফলাফল আশা করছেন।