বৃষ্টিতে পরিত্যক্ত, শীর্ষে সাকিবের অ্যান্টিগা ফ্যালকনস

সিপিএলে তিন বছর পর ফিরেছেন সাকিব আল হাসান। তার নেতৃত্বাধীন অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকনস আগের ম্যাচে বার্বাডোজ রয়্যালসকে ৬ উইকেটে হারিয়ে উজ্জীবিত হলেও সোমবার (১৮ আগস্ট) একই মাঠে সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।
ম্যাচ না হওয়ায় পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে সাকিবের দল। এখন পর্যন্ত তিনটি ম্যাচে তাদের একটি জয়, একটি হার এবং একটি পরিত্যক্ত। পয়েন্ট ৩। গায়ানা, ত্রিনবাগো ও সেন্ট কিটসের পয়েন্ট ২।
তিন বছর পর সিপিএলে ফিরলেও সাকিবের পারফরম্যান্স এখনো চোখে পড়ার মতো নয়। টুর্নামেন্টে এখনও কোনো উইকেট নেই, ব্যাটিংয়ে গড় মাত্র ১২, স্ট্রাইকরেট ৮২.৭৫, এবং মাত্র একটি চার মেরেছেন তিনি।