ইংল্যান্ডের ইতিহাসে সর্বকনিষ্ঠ অধিনায়ক হতে যাচ্ছেন জ্যাকব বেথেল

ক্যারিয়ারের শুরুতেই বড় দায়িত্ব পেলেন ইংল্যান্ডের তরুণ স্পিনিং অলরাউন্ডার জ্যাকব বেথেল। আগামী ১৭ সেপ্টেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেবেন তিনি।
সব কিছু ঠিক থাকলে সেদিন ২১ বছর ৩২৮ দিন বয়সে টস করতে নামবেন বেথেল। এতে তিনি ভেঙে দেবেন ১৩৬ বছরের পুরোনো রেকর্ড। এখন পর্যন্ত ইংল্যান্ডের হয়ে সর্বকনিষ্ঠ অধিনায়ক ছিলেন মন্টি বাউডেন, যিনি ১৮৮৯ সালে ২৩ বছর ১৪৪ দিন বয়সে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে নেতৃত্ব দিয়েছিলেন।
২ সেপ্টেম্বর থেকে ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে। এ সিরিজগুলোতে নেতৃত্ব দেবেন নিয়মিত অধিনায়ক হ্যারি ব্রুক। এরপর আয়ারল্যান্ড সিরিজে নিয়মিত ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হবে। তাই বেথেলকে অধিনায়কত্বের সুযোগ দেওয়া হয়েছে।
এখন পর্যন্ত বেথেল ইংল্যান্ডের হয়ে ৪টি টেস্ট, ১২টি ওয়ানডে এবং ১৩টি টি-টোয়েন্টি খেলেছেন। নেতৃত্ব দেওয়ার একমাত্র অভিজ্ঞতা তার অনূর্ধ্ব-১৯ দলের হয়ে।
ইংল্যান্ডের স্কোয়াডসমূহ
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে স্কোয়াড: হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, জোফরা আর্চার, সনি বেকার, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জস বাটলার, ব্রাইডন কার্স, বেন ডাকেট, উইল জ্যাকস, সাকিব মাহমুদ, জেমি ওভারটন, আদিল রাশিদ, জো রুট, জেমি স্মিথ।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াড: হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, জোফরা আর্চার, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জস বাটলার, ব্রাইডন কার্স, লিয়াম ডসন, বেন ডাকেট, উইল জ্যাকস, সাকিব মাহমুদ, জেমি ওভারটন, আদিল রাশিদ, ফিল সল্ট, জেমি স্মিথ, লুক উড।
আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াড: জ্যাকব বেথেল (অধিনায়ক), রেহান আহমেদ, সনি বেকার, টম ব্যান্টন, জস বাটলার, লিয়াম ডসন, টম হার্টলি, উইল জ্যাকস, সাকিব মাহমুদ, জেমি ওভারটন, ম্যাথু পটস, আদিল রাশিদ, ফিল সল্ট, লুক উড।