দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া সিরিজে ব্রেভিসের রেকর্ড সেঞ্চুরি, টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বড় লাফ!

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকা ১-১ সমতা করেছে। সিরিজে দেশটির তরুণ ব্যাটার ডেওয়াল্ড ব্রেভিস রেকর্ডগড়া সেঞ্চুরি করেছেন। ২১ বছর বয়সী ব্রেভিস সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখার পাশাপাশি আফ্রিকার হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ (১২০) রান ইনিংস খেলেছেন।
নবম ম্যাচে সেঞ্চুরির মাধ্যমে ব্রেভিস টি-টোয়েন্টি ব্যাটিং র্যাঙ্কিংয়ে ১০০ ধাপ এগিয়ে ২১তম স্থানে অবস্থান করছেন। একইসঙ্গে, সিরিজে ফর্মে থাকা অজি ব্যাটাররা—টিম ডেভিড (১০ম), ক্যামেরন গ্রিন (১৭তম)—ও র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন।
টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন ভারতের অভিষেক শর্মা, তার পর যথাক্রমে তিলক ভার্মা ও ফিল সল্ট। বোলিংয়ে শীর্ষ তিনে জ্যাকব ডাফি, আদিল রশিদ, আকিল হোসেন।
বড় লাফ দেখিয়েছেন প্রোটিয়ার তরুণ পেসার কেনা মাফাখা (৯১তম), এছাড়া অস্ট্রেলিয়ার বেন দারউইশ, লুঙ্গি এনগিডি ও কাগিসো রাবাদা র্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য উন্নতি করেছেন।
ওয়ানডে এবং টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটার ও বোলারদের অবস্থানেও সাম্প্রতিক সিরিজের পারফরম্যান্সের প্রভাব দেখা গেছে। ওয়ানডে ব্যাটিংয়ে শীর্ষে আছেন শুভমান গিল, টেস্ট ব্যাটিংয়ে জো রুট। বোলিংয়ে ওয়ানডে ও টেস্টে যথাক্রমে শীর্ষে মহেশ থিকশানা ও জাসপ্রিত বুমরাহ।