ইতিহাস গড়ছে বাংলাদেশ নারী ফুটবল: জাতীয় ও অনূর্ধ্ব-২০ দল এশিয়ান কাপ মূলপর্বে

দেশের নারী ফুটবলে নতুন সাফল্যের অধ্যায় রচনা করেছে বাংলাদেশ। মাত্র এক মাসের ব্যবধানে জাতীয় নারী দল ও অনূর্ধ্ব-২০ দল উভয়ই প্রথমবারের মতো এশিয়ান কাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে।
গত জুলাইয়ে মিয়ানমারে অনুষ্ঠিত বাছাইপর্ব থেকে এশিয়ান কাপের টিকিট নিশ্চিত করে জাতীয় নারী দল। এরপর গত ১০ আগস্ট দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে বড় পরাজয়ের পরও অন্য ম্যাচের ফলাফলের সৌজন্যে মূলপর্বে উঠতে সক্ষম হয় বাংলাদেশ। লেবাননের বিপর্যয় বাংলাদেশকে রানার্সআপ দলগুলোর শীর্ষ তিনে রাখে।
আনুষ্ঠানিকভাবে ২০২৬ অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের ১২ দল নিশ্চিত হয়েছে, যার মধ্যে রয়েছে আয়োজক থাইল্যান্ড, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া, বাংলাদেশ, ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া ও অন্যান্য দল।
এই টুর্নামেন্ট আগামী ১ থেকে ১৮ এপ্রিল থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে, যেখানে তিনটি গ্রুপে ভাগ হয়ে ১২ দল অংশ নেবে।