ব্যালন ডি’অরের মনোনয়ন থেকে বাদ, ক্ষোভ উগরে দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো

টানা দ্বিতীয় বছর ব্যালন ডি’অরের মনোনয়ন তালিকা থেকে বাদ পড়েছেন ফুটবল বিশ্বসুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। ৫ বার ব্যালন ডি’অর জেতা এই পর্তুগিজ কিংবদন্তি এবার মনোনয়ন না পাওয়ায় আয়োজক সংস্থা ‘ফ্রান্স ফুটবল’-এর প্রতি সরাসরি ক্ষোভ প্রকাশ করেছেন।
গতকাল শনবিার (৮ আগস্ট) পর্তুগালে রিও আভেকে ৪-০ গোলে জয়ী হয়ে হ্যাটট্রিক করেন রোনালদো। ম্যাচ শেষে ‘স্পোর্ট টিভি পর্তুগাল’-কে তিনি জানান, এবারের ব্যালন ডি’অর পুরস্কার ‘মনগড়া’ মনে হচ্ছে তার কাছে, যা তার পুরস্কার নিয়ে অবিশ্বাসের ইঙ্গিত বহন করে।
রোনালদোর এ মন্তব্য এ যেন ব্যালন ডি’অরের প্রতি তার ক্ষোভের বহিঃপ্রকাশ। গত বছর ম্যানচেস্টার সিটির রদ্রি পুরস্কার জয়ী হওয়ার পরও রোনালদো একই রকম কড়া সমালোচনা করেছিলেন। তিনি বলেছিলেন, পুরস্কারটির কোনো বিশ্বাসযোগ্যতা নেই এবং এটি ভিনিসিয়ুস জুনিয়রের জেতা উচিত ছিল।
উল্লেখ্য, রোনালদো প্রথম ব্যালন ডি’অরের মনোনয়ন পান ২০০৪ সালে, আর লিওনেল মেসি পান ২০০৬ সালে। তবে এবছর মেসিও দ্বিতীয়বারের মতো মনোনয়ন তালিকায় স্থান পায়নি, যদিও মেসির পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
২০২৪-২৫ মৌসুমে রোনালদোর পারফরম্যান্স মোটেও খারাপ হয়নি; আল নাসরের হয়ে ৩৫ গোল করেছেন এবং জাতীয় দলে ৮ গোলসহ নেশনস লিগ জয়ী হয়েছেন তিনি।
ব্যালন ডি’অরের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এবারও সবার নজর থাকবে। আগামী ২২ সেপ্টেম্বর প্যারিসে অনুষ্ঠিত হবে এ উৎসব।