আইপিএলের নিলামে দল পুনর্গঠনে চেন্নাই সুপার কিংস, ১০ জন ক্রিকেটার ছাড়ার পরিকল্পনা

আইপিএলের আগামী নিলামে নিজেদের দলকে পুরোপুরি নতুন রূপে সাজাতে যাচ্ছে চেন্নাই সুপার কিংস (সিএসকে) কর্তৃপক্ষ। দলের প্রায় ১০ জন ক্রিকেটারকে ছেড়ে দিতে পারেন তারা, যাতে প্রায় ৩৪ কোটি টাকা বাজেটে ফ্রেশ শোকে আগ্রাসী ব্যাটার ও অলরাউন্ডার নিয়ে দল গঠন করা যায়।
বিশেষ করে প্রবীণ ক্রিকেটাররা ছাঁটাই তালিকায় থাকলেও মহেন্দ্র সিংহ ধোনির নাম নেই। আগামী মৌসুমেও তিনি সিএসকের জার্সি গায়ে মাঠে নামবেন। ধোনির সঙ্গে রবীন্দ্র জাডেজা, রুতুরাজ গায়কোয়াড়, মাতিশা পাতিরানা ও শিবম দুবেকে নিয়ে কোর গ্রুপ গঠন করতে চান সিএসকে।
একটি জাতীয় সংবাদমাধ্যমের অনুসারে, ছাঁটাই তালিকায় রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন, ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, রাহুল ত্রিপাঠী, স্যাম কারেন, গুরজাপনীত সিংহ, নাথান এলিস, দীপক হুডা, জেমি ওভারটন ও বিজয় শঙ্কর। তাদের ছেড়ে দিলে সিএসকের হাতে আসবে প্রায় ৩৪.৪৫ কোটি টাকা।
তাদের লক্ষ্য থাকবে নিলামে ৪০ কোটি টাকার বাজেট নিয়ে দলে আগ্রাসী ব্যাটার ও ভারতীয় অলরাউন্ডাররা অন্তর্ভুক্ত করা। এর মধ্যে রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন প্রথম পছন্দের ক্রিকেটার।
চেন্নাই কর্তৃপক্ষ মনে করছে, বর্তমানে দলের শক্তি ও আগ্রাসী মনোভাব পর্যাপ্ত নয়। তাই তাজা শক্তির সন্ধান করে নতুন সূচনার মাধ্যমে সাফল্যের পথ ধরার পরিকল্পনা রয়েছে।