রোহিত-কোহলির পর ওয়ানডেতে ভারতের নেতৃত্ব গিলের কাছে

গত বছর টি-টোয়েন্টি ফরম্যাট থেকে বিদায় নিয়েছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলি। এরপর আইপিএলের সময় টেস্ট ক্রিকেট থেকেও অবসরে যান তারা। তাঁদের স্থলাভিষিক্ত করে ভারতীয় দল গড়ে তুলেছে নতুন নেতৃত্বে, যার প্রধান মুখ শুভমান গিল।
ইংল্যান্ড সফরে গিলের অধীনে টেস্ট সিরিজে ২-২ ড্র করায় তরুণ অধিনায়ক তাঁর সামর্থ্য প্রমাণ করেছেন। অভিজ্ঞ দুই সেনানীর অনুপস্থিতি দলের উপর বড় প্রভাব ফেলেনি।
যদিও টি-টোয়েন্টি ও টেস্ট থেকে অবসর নিয়েছেন রোহিত-কোহলি, তারা এখনও ওয়ানডে থেকে অবসর নেননি। দুই অধিনায়কের চোখ রয়েছে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের দিকে। তবে বয়স বিবেচনায় ভারতীয় বোর্ড তরুণ নেতৃত্ব হাতে তুলে দিতে চায়।
আগামী ১৯ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি ওয়ানডে খেলতে হবে ভারতকে, যেগুলো রোহিত ও কোহলির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ হতে পারে।
বর্তমানে ওয়ানডে অধিনায়ক রোহিত শর্মা, তবে তাঁর অবসরের পর শুভমান গিলকেই ওয়ানডের নেতৃত্বে দেখতে চায় বিশ্লেষকরা। সাবেক ক্রিকেটার সুনিল গাভাস্কার ও মোহাম্মদ কাইফ গিলের প্রতি আস্থা প্রকাশ করেছেন।
এ বছরের ডিসেম্বরে ওয়ানডে ফরম্যাটের বিজয় হাজারে ট্রফি অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্টে খেলতে হলে রোহিত-কোহলিকে ঘরোয়া ক্রিকেটেও অংশগ্রহণ করতে হবে। ইতিমধ্যেই ইংল্যান্ড সফরের আগে ঘরোয়া ক্রিকেটে খেলার বাধ্যবাধকতা চালু করেছে বিসিসিআই, যার ফলে দীর্ঘদিন পর রঞ্জি ট্রফিতে নামেন বিরাট কোহলি ও রোহিত শর্মা।