৬ আগস্ট থেকে পাঠদান কার্যক্রম শুরু করছে মাইলস্টোন কলেজ, চলবে মানসিক কাউন্সেলিংও

আগামী ৬ আগস্ট (বুধবার) থেকে ধাপে ধাপে পাঠদান কার্যক্রম শুরু করতে যাচ্ছে রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। প্রথমে নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হবে। পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের উন্নয়নে আগামী তিন মাসব্যাপী কাউন্সেলিং কার্যক্রম চলবে।
কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম রবিবার (৩ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনার ভয়াবহতা কাটিয়ে উঠতে ধাপে ধাপে শিক্ষা কার্যক্রমে ফেরার উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে আগামী ৪ আগস্ট থেকে কাউন্সেলিং কার্যক্রম চালু থাকবে।
এই দিনটি শিক্ষার্থীদের মানসিক প্রস্তুতির জন্য বরাদ্দ রাখা হয়েছে, যেখানে শিক্ষকরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবেন এবং তাদের মানসিক অবস্থার মূল্যায়ন করবেন। কাউকে মানসিকভাবে বিপর্যস্ত মনে হলে তাকে পৃথকভাবে ব্যক্তিগত কাউন্সেলিংয়ের আওতায় আনা হবে।
অধ্যক্ষ জানান, ৪ আগস্টে একটি পূর্বনির্ধারিত পরীক্ষাও অনুষ্ঠিত হবে। অভিভাবকদের অধিকাংশই চান, শিক্ষার্থীরা যেন পরীক্ষায় অংশ নিয়ে স্বাভাবিক ছন্দে ফিরতে পারে। সে অনুযায়ী কলেজ কর্তৃপক্ষ ব্যবস্থা নিয়েছে।
তিনি বলেন, বর্তমানে কলেজ পরিবার গভীর শোক ও মানসিক কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে যারা পাশে থেকেছেন, তাদের প্রতি কলেজ কর্তৃপক্ষ কৃতজ্ঞতা জানিয়েছে। দুর্ঘটনায় নিহতদের একটি যাচাই-বাছাই করা তালিকা ইতোমধ্যে কলেজের ফেসবুক পেজ ও ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
তালিকায় শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী ও অভিভাবকদের অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে যারা দুর্ঘটনার শিকার হলেও কলেজের সরাসরি সদস্য নন—যেমন পথচারী বা বিমান পাইলট—তাদের আনুষ্ঠানিক পরিসংখ্যানে অন্তর্ভুক্ত করা হয়নি।
কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে কোনো শিক্ষার্থী নিখোঁজ নেই। তারা সকলের প্রতি আহ্বান জানিয়েছে, গুজব ও বিভ্রান্তির পরিবর্তে সত্য তথ্যের ভিত্তিতে সহমর্মিতা প্রদর্শনের মাধ্যমে পরিস্থিতি মোকাবিলায় সহায়তা করতে।