স্টেট কলেজ অব হেলথ সায়েন্সের প্রথম এলামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন!

স্টেট কলেজ অব হেলথ সায়েন্সের প্রথম এলামনাই অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটি আনুষ্ঠানিকভাবে গঠিত হয়েছে। গত পহেলা আগস্ট শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির স্টার কাবাব অ্যান্ড রেস্টুরেন্টে আয়োজিত এক সভায় এই কমিটি ঘোষণা করা হয়।
সভায় ডা. শামসুর রহমান রুশোকে সভাপতি এবং তানিমুর আহমেদ নূরকে সাধারণ সম্পাদক করে ১২৫ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
বাংলাদেশে বেসরকারিভাবে ফিজিওথেরাপি শিক্ষা চালু করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে স্টেট কলেজ অব হেলথ সায়েন্স ছিল পথিকৃৎ। বর্তমানে কলেজটিতে ৩০টি ব্যাচের শিক্ষাকার্যক্রম চলমান রয়েছে।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলকে সঙ্গে নিয়ে এলামনাই নেটওয়ার্ক শক্তিশালীকরণ ও কলেজের সার্বিক উন্নয়নে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় স্টেট কলেজ অব হেলথ সায়েন্সের বিভিন্ন ব্যাচের প্রায় ২০০ সাবেক শিক্ষার্থী অংশগ্রহণ করেন, যা অনুষ্ঠানটিকে প্রাণবন্ত ও মিলনমেলায় রূপ দেয়।