বেরোবিতে দেয়ালে 'জয় বাংলা লেখা', অর্ধ মাসেও জমা পড়েনি প্রতিবেদন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) 'জুলাই শহিদ দিবস' এর দিনে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ‘জয় বাংলা’ লিখে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সমর্থকেরা। এ ঘটনায় ১৮ জুলাই ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
কিন্তু তদন্ত কমিটি গঠনের অর্ধ মাসেও তদন্ত প্রতিবেদন জমা পড়েনি। এতে ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী আলবির বলেন, বর্তমান প্রশাসনের কার্যক্রম শিক্ষার্থীদের কাছে ব্যাপকভাবে হাস্যকর বলে বিবেচিত হচ্ছে। যখনই ক্যাম্পাসে কোনো অস্বাভাবিক ঘটনা ঘটে, তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন শুধুমাত্র তদন্ত কমিটি গঠনের মধ্যেই সীমাবদ্ধ থাকে। উদাহরণস্বরূপ বলা যায়, গত ১৬ জুলাই ক্যাম্পাসে কিছু দুষ্কৃতকারী দেওয়ালে 'জয় বাংলা'সহ ২৪-এর স্বাধীনতা বিরোধী কিছু লেখা লিখে দেয়। কিন্তু প্রশাসন, আগের মতোই, এবারও তদন্ত কমিটি গঠন করেই থেমে গেছে—এখনো পর্যন্ত কোনো ফলাফল দিতে পারেনি।
এতে প্রমাণিত হয় যে প্রশাসন চরমভাবে ব্যর্থ এবং তারা তাদের দায়িত্ব পালনে সম্পূর্ণরূপে উদাসীন। একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমি এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছি।
বাংলা বিভাগের শিক্ষার্থী মোকছেদুল মমিন বলেন, অর্ধ মাসেও প্রতিবেদন জমা না পড়ায় আমরা অত্যন্ত হতাশ হয়েছি। এখানে প্রশাসন অবহেলা আছে কিনা সেটাও ভাববার বিষয়। আমরা চাই এমন সংবেদনশীল বিষয়ে প্রশাসন কার্যকারী পদক্ষেপ নিবে।
গণিত বিভাগের শিক্ষার্থী মুসতানসির মুয়াজ বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে আমি ১৬ জুলাইয়ের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি। নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন ছাত্রলীগের জয় বাংলা স্লোগান লেখার মতো ঘটনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে কলুষিত করেছে এবং নিরাপত্তা ব্যবস্থার গুরুতর ফাঁকফোকর প্রকাশ করেছে।
ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত কমিটি গঠন করলেও, দুঃখজনকভাবে দীর্ঘ ১৫ দিন অতিবাহিত হওয়ার পরও এখনো তদন্তের কোনো ফলাফল সামনে আসেনি। এমন একটি স্পষ্ট ও প্রমাণযোগ্য ঘটনার তদন্তে এই দীর্ঘসূত্রিতা তদন্ত কমিটির দায়িত্বহীনতা ও অদক্ষতা প্রমাণ করে।এটি শিক্ষার্থীদের নিরাপত্তা ও আস্থার প্রতি চরম অবহেলার প্রতিচ্ছবিও। ৭৫ একরের ছোট বিশ্ববিদ্যালয়ে একটা সামান্য তদন্ত করতে যখন এতদিন সময় লাগে তখন মনে হয় যেন তদন্ত কমিটিকে নিয়েই আরেকটা তদন্ত করা দরকার !
বেরোবি ছাত্রদল আহ্বায়ক আমিন আল আমিন বলেন, বেরোবিতে কঠোর নিরাপত্তা থাকা সত্ত্বেও সেদিন (১৬ জুলাই) ক্যাম্পাসের ভিতরে 'জয় বাংলা' লেখা হয়৷ এব্যাপারে প্রশাসন তদন্ত কমিটি গঠন করলেও এখনো আমরা দৃশ্যমান কিছুই দেখিনি। ক্যাম্পাসে আমরা দেখি শুধু তো আমরা কমিটি গঠন হয় কিন্তু আলোর মুখ দেখি না।
এ ব্যাপারে তদন্ত কমিটির আহবায়ক ড. ইলিয়াছ প্রামানিক বলেন, তদন্ত প্রতিবেদনের কাজ চলছে।