শহীদ মিনারে সমাবেশ ঘিরে এনসিপি নেতা সারজিস আলমের দিকনির্দেশনা

কেন্দ্রীয় শহীদ মিনারে আজকের সমাবেশকে ঘিরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এক ভিডিও বার্তায় দলের কর্মী ও সহযোদ্ধাদের জন্য বেশ কয়েকটি দিকনির্দেশনা দিয়েছেন।
ভিডিও বার্তায় সারজিস আলম বলেন, “এক বছর পর আবারও শহীদ মিনারে দাঁড়াচ্ছি সারা দেশের মানুষের সামনে এনসিপির ইশতেহার নিয়ে। এ উপলক্ষে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা আছে, যা সবাইকে মেনে চলার অনুরোধ জানাচ্ছি।”
তিনি বলেন, "কর্মজীবীদের ও শিক্ষার্থীদের সামান্য ভোগান্তি হতে পারে, এজন্য তিনি আগেভাগেই দুঃখ প্রকাশ করেছেন। " একই সঙ্গে সবার প্রতি অনুরোধ জানিয়ে বলেন, “চলাচলে ও কথাবার্তায় যেন সৌহার্দ্য ও শ্রদ্ধাবোধ বজায় থাকে। শহীদ মিনার ও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেন কেউ খাবারের প্যাকেট বা বোতল ফেলে না দেন। প্রোগ্রাম শেষে আমরা নিজেরাই জায়গাটি পরিষ্কার করে যাব।”
তিনি আরও জানান, "দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত বাসসমূহ শহীদ মিনার বা আশপাশের রাস্তায় না রেখে পুরাতন বাণিজ্য মেলা প্রাঙ্গণে রাখতে হবে। এছাড়া আজিমপুর, পলাশী ও ঢাকা মেডিকেল সংলগ্ন এলাকায় মোবাইল টয়লেট এবং শহীদ মিনারের বিপরীতে আইন অনুষদ ভবনে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র থাকবে।"
সারজিস আলম বলেন, “কেউ অসুস্থবোধ করলে চিকিৎসা কেন্দ্রে যাবেন। প্রয়োজনে সঙ্গে সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছাতে হবে।”
অন্যদিকে, শাহবাগে ছাত্রদলের একটি বড় কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার প্রসঙ্গে এনসিপি নেতা বলেন, “তাদের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ থাকা উচিত। আমরা একে অপরকে সহযোগিতা করব। তবে আজ যেহেতু দুটি পক্ষ মাঠে রয়েছে, তৃতীয় কোনো পক্ষ উসকানির চেষ্টা করতে পারে। তারা আমাদের কেউ নয়। তাদের ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানাচ্ছি।”
দলীয় শৃঙ্খলা বজায় রেখে শান্তিপূর্ণভাবে প্রোগ্রাম সফল করার আহ্বান জানান সারজিস আলম।