নিবন্ধনের ঘাটতি পূরণে নির্বাচন কমিশনে এনসিপির প্রতিনিধি দল

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর চার সদস্যের প্রতিনিধি দল রোববার (৩ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক করেছে। বৈঠকে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী নেতৃত্ব দেন। এছাড়া দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসাও উপস্থিত ছিলেন।
বৈঠকে এনসিপি তাদের নিবন্ধন আবেদন সংশোধনের জন্য প্রয়োজনীয় নথিপত্র নির্বাচন কমিশনে জমা দেয়। ইসির নির্ধারিত সময় অনুযায়ী, সংশোধিত নথি জমা দেয়ার শেষ দিন আজই (৩ আগস্ট) ছিল।
আগে নির্বাচন কমিশন এনসিপিসহ ১৪৪টি নতুন রাজনৈতিক দলের আবেদন যাচাই-বাছাই করে তথ্যগত ঘাটতির কারণে সংশ্লিষ্ট দলগুলোকে নথি সংশোধনের জন্য চিঠি পাঠায়। এনসিপির ক্ষেত্রে ছয়টি ঘাটতি চিহ্নিত হয়, যার মধ্যে জেলা ও উপজেলা কমিটির তালিকা, কার্যালয়ের ভাড়ার চুক্তিপত্র, তহবিলের উৎস ও পরিমাণ, কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তের স্বাক্ষর, গঠনতন্ত্রের সংবিধানবিরোধী নয় এমন প্রত্যয়ন, ও প্রার্থী মনোনয়নে প্যানেল ব্যবস্থার উল্লেখ অন্যতম।
জুন মাসে এনসিপি দলীয় ট্রাকে প্রায় ৪৩ হাজার ৩১৬ পৃষ্ঠার নথিপত্র নির্বাচন কমিশনে জমা দিয়েছিল। তবে প্রাথমিক যাচাইয়ে দলটি উত্তীর্ণ হয়নি। কমিশনের তথ্য অনুযায়ী, ১৪৪টি নতুন দলের অধিকাংশ আবেদনেই তথ্যগত ঘাটতি রয়েছে।