জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে শাহবাগে ছাত্রদলের সমাবেশ!

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর শাহবাগে আজ রবিবার (৩ আগস্ট) সমাবেশ করতে যাচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদল। সমাবেশে অংশ নিতে সকাল থেকেই বিভিন্ন জেলা ও মহানগর থেকে নেতাকর্মীরা জড়ো হচ্ছেন শাহবাগ এলাকায়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারাও উপস্থিত থাকবেন। গতকাল শনিবার (২ আগস্ট) রাতে সমাবেশস্থল পরিদর্শন করেছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরসহ কেন্দ্রীয় নেতারা।
একই দিনে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করছে সাইমুম শিল্পীগোষ্ঠী। এসব কর্মসূচিকে ঘিরে শাহবাগ ও এর আশপাশে ব্যাপক জনসমাগমের আশঙ্কায় যান চলাচলে নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ডিএমপির পক্ষ থেকে শনিবার একটি গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার শাহবাগ, শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় সভা-সমাবেশে বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটবে। এ কারণে শাহবাগ ক্রসিং দিয়ে যানবাহন চলাচল বন্ধ থাকবে। বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে নাগরিকদের প্রতি।
জাতীয় নাগরিক পার্টির জনসমাবেশ শহীদ মিনারে বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। অন্যদিকে সাইমুম শিল্পীগোষ্ঠীর আয়োজনে সোহরাওয়ার্দী উদ্যানে ১-৪ আগস্ট প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলছে সাংস্কৃতিক উৎসব ‘জুলাই জাগরণ’।
ডিএমপির নির্দেশনায় যান চলাচলের বিকল্প পথগুলো নির্ধারণ করা হয়েছে:
হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়: উত্তরের যানবাহন সোজা শাহবাগ না গিয়ে বামে হেয়ার রোড/মিন্টু রোড হয়ে চলবে।
কাটাবন মোড়: পশ্চিম দিক থেকে আগত যানবাহন শাহবাগ না গিয়ে ডানে নীলক্ষেত/পলাশী বা বামে সোনারগাঁও রোড হয়ে চলবে।
মৎস্য ভবন মোড়: হাইকোর্ট/কদম ফোয়ারা থেকে আগত যানবাহন শাহবাগ এড়িয়ে হেয়ার রোড/মগবাজার রোড ব্যবহার করবে।
কাকরাইল থেকে আগত যানবাহন: মৎস্য ভবন এড়িয়ে গুলিস্তান বা বিশ্ববিদ্যালয়ের দিকে যাবে।
টিএসসি/রাজু ভাস্কর্য মোড়: দোয়েল চত্বর বা নীলক্ষেত হয়ে চলাচল করতে বলা হয়েছে।
পুলিশ শহীদ মিনার সংলগ্ন সড়ক এবং সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশপথ এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে।