মাইলস্টোন ট্রাজেডি: দগ্ধদের চিকিৎসায় ঢাকায় আসছে চীনের বিশেষজ্ঞ মেডিকেল টিম

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সামরিক যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে আহত অগ্নিদগ্ধদের চিকিৎসায় সহায়তা করতে চীন থেকে বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সদের একটি জরুরি মেডিকেল টিম বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যায় ঢাকায় আসছে।
ঢাকাস্থ চীনা দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অনুরোধে পাঁচ সদস্যের এ টিমটি ঢাকায় পৌঁছাবে। চিকিৎসক ও নার্সদের সমন্বয়ে গঠিত এই দলে রয়েছেন দগ্ধ ও প্লাস্টিক সার্জারির বিশেষজ্ঞরা। তারা ঢাকায় পৌঁছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়ে প্রয়োজনীয় সহায়তা ও চিকিৎসা মূল্যায়ন করবেন।
দূতাবাস আরও জানিয়েছে, এরই মধ্যে চীনের ইউনান প্রদেশের কুনমিং মেডিকেল ইউনিভার্সিটির দ্বিতীয় অনুমোদিত হাসপাতাল থেকে বিশেষজ্ঞদের একটি দল ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশের চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন।
চলমান এই সহযোগিতায় বার্ন চিকিৎসা, প্লাস্টিক সার্জারি, শিশু নেফ্রোলজি এবং শিশু শ্বাসতন্ত্র চিকিৎসায় বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন। তারা গুরুতর দগ্ধদের অবস্থা মূল্যায়ন ও যৌথ চিকিৎসা পরিকল্পনা নিয়ে কাজ করছেন।
এর আগে বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় তিন সদস্যের একটি ভারতীয় মেডিকেল টিম ঢাকায় আসে। একই দিনে সিঙ্গাপুর থেকেও তিন সদস্যের আরেকটি মেডিকেল টিম ঢাকায় আসে। দুর্ঘটনার পরপরই মঙ্গলবার (২২ জুলাই) সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. চোং সি জ্যাক ঢাকায় এসে আহতদের চিকিৎসায় যোগ দেন।