কোপা আমেরিকা চ্যাম্পিয়ন ব্রাজিল, ফাইনালে হার কলম্বিয়ার মেয়েদের

শ্বাসরুদ্ধকর এক ফাইনালে কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে কোপা আমেরিকা নারী ফুটবলের শিরোপা জিতেছে ব্রাজিল। এই জয়ে ১০ আসরের ৯টিতেই শিরোপা নিজেদের দখলে রাখল ব্রাজিলিয়ান মেয়েরা।
রুদ্ধশ্বাস ম্যাচে তিনবার পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়ায় ব্রাজিল। ম্যাচের ২৫ মিনিটে কলম্বিয়ার হয়ে লিনদা কাইসেদো গোল করে দলকে এগিয়ে দেন। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে গোল করে সমতায় ফেরে ব্রাজিল।
বিরতির পর ৬৯ মিনিটে আত্মঘাতী গোলে আবারও পিছিয়ে পড়ে ব্রাজিল। ৮০ মিনিটে আমানদার গোলে সমতায় ফেরার পর ৮৮ মিনিটে ফের এগিয়ে যায় কলম্বিয়া।
তবে নির্ধারিত সময়ের যোগ করা সময়ে কিংবদন্তি মার্তার গোলে ম্যাচে সমতা ফেরায় ব্রাজিল। অতিরিক্ত সময়ের ১০৫ মিনিটে মার্তার আরেকটি গোলে এগিয়ে যায় তারা, কিন্তু ১১৫ মিনিটে কলম্বিয়া আবার গোল করে ম্যাচে সমতা আনে।
শেষ পর্যন্ত টাইব্রেকারে ৪-২ গোলে জয় নিশ্চিত করে ব্রাজিল। নায়িকা মার্তা—দুটি গোল করে ও দলকে এগিয়ে নিয়ে গিয়ে আবারও প্রমাণ করলেন নিজের শ্রেষ্ঠত্ব।