বার্ন ইনস্টিটিউটে অশঙ্কাজনক অবস্থায় আরও ৮ জন, গুরুতর ১৩

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১১ জনের মৃত্যু হয়েছে। অশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও আটজন। বর্তমানে এখানে মোট ৪৪ জন চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন ইনস্টিটিউটের পরিচালক ডা. নাসির উদ্দিন। বুধবার (২৩ জুলাই) দুর্ঘটনায় দগ্ধদের সর্বশেষ তথ্য জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
তিনি বলেন, এখন পর্যন্ত বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা ১১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ক্রিটিকাল আটজন, সিবিয়ার ১৩ জন ও ইন্টারমিডিয়েট ২৩ জনসহ মোট ৪৪ জন চিকিৎসা নিচ্ছেন। তাদের চিকিৎসার ব্যয়ভার সরকার বহন করছে। পর্যাপ্ত ওষুধ এবং রক্তের ব্যবস্থা রয়েছে।
দগ্ধদের চিকিৎসায় সিঙ্গাপুরের বিশেষজ্ঞদেরও পরামর্শ নেওয়া হচ্ছে জানিয়ে ইনস্টিটিউটের পরিচালক বলেন, বিশেষজ্ঞদের আমাদের চিকিৎসা প্রটোকল জানানো হয়েছে। এ ছাড়া আমাদের বিশেষজ্ঞ প্যানেলের সঙ্গেও তারা আলোচনা করেছেন। তারা কিছু ডিসিশন শেয়ার করেছেন। চিকিৎসায় আমরা তাদের দেওয়া সিদ্ধান্তও একীভূত করছি।
বিভিন্ন দেশ থেকে সহায়তার কথা বলা হচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, ইন্ডিয়া, আমেরিকা, চায়নাসহ বিভিন্ন দেশে থাকা আমাদের দেশের বিশেষজ্ঞরা চিকিৎসার ক্ষেত্রে বিভিন্নভাবে সহায়তা করতে চান। এই মুহূর্তে আমরা যে প্রটোকল নিয়ে আগাচ্ছি, আমরা মনে করি এই প্রটোকল নিয়েই সামনে এগিয়ে যাব। তবে চিকিৎসার বিষয়ে যেকোনো ভালো পরামর্শ গ্রহণ করা হবে।
উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়। এতে বহু শিক্ষার্থী হতাহতের ঘটনা ঘটে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের তথ্যমতে শেষ খবর অনুযায়ী এ পর্যন্ত ৩২ জন প্রাণ হারিয়েছেন।