'গৃহপ্রবেশ' ধারাবাহিকে বিশেষ পর্বের শুটিং: পুজোর আমেজে টলিপাড়া

টালিগঞ্জের একটি স্টুডিয়োতে আজ ছিল ভিন্ন রকম ব্যস্ততা। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘গৃহপ্রবেশ’-এর বিশেষ পর্ব—‘নিউ ইয়র্ক থেকে গৃহে ফেরা’র শুটিং চলছিল সেখানে। সেটজুড়ে ছিল আলোর ঝলকানি, ফুলের সাজ এবং অতিথিদের উপস্থিতিতে উৎসবের আবহ।
নায়িকা শুভলক্ষ্মীর ভূমিকায় ঊষসী রায়কে দেখা গেল জাম রঙের শাড়ি, গলায় মানানসই হার ও মাথায় ফুলে সজ্জিত হয়ে। তার বিপরীতে আদৃত চরিত্রে সুস্মিত মুখোপাধ্যায় পরেছিলেন একরঙা সিল্কের পাঞ্জাবি ও ধুতি।
শুটিং ফ্লোরে উপস্থিত ছিলেন ধারাবাহিকটির প্রযোজক শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও রাজ চক্রবর্তী। এই বিশেষ পর্বে অতিথি হিসেবে এসেছিলেন অভিনেতা কাঞ্চন মল্লিক, গায়িকা ও এমপি অদিতি মুন্সী এবং আরও অনেকে।
ঊষসী বলেন, “সেটজুড়ে যেন দুর্গাপুজোর আগমন ঘটে গেছে। রোজের কাজ হলেও আজ একটু আলাদা আনন্দ।”
প্রযোজক হিসেবে শুভশ্রী সম্পর্কে জানতে চাইলে রাজ বলেন, “ও রোজ আমার থেকে হিসাব নেয়, কত খরচ হল।” যদিও তিনি তা মজার ছলেই বলেন।
এদিকে গরমে পাঞ্জাবি-ধুতি পরে কিছুটা ক্লান্ত সুস্মিত বলেন, “গল্পে দেখানো হচ্ছে, আমরা দেশে ফিরেছি। শুটিং করতে করতে মনে হচ্ছে যেন পুজোর পর্ব করছি। এতে কাজের মাঝেই একটা আনন্দ থাকে।”
সবশেষে প্রযোজক হিসেবে শুভশ্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতেই তিনি জানান, “হ্যাঁ, সব কিছুর খোঁজ রাখা আমার দায়িত্ব। তবে আমি এমন প্রযোজক, যেখানে সবাই যাতে স্বচ্ছন্দে কাজ করতে পারে, সেটা আমি নিশ্চিত করি।”
এই বিশেষ পর্ব প্রচারের আগেই দর্শকের মাঝে বাড়তি আগ্রহ তৈরি করেছে। ধারাবাহিকের ভক্তরা অপেক্ষায় আছেন, পর্দায় কেমন জমে ওঠে ‘গৃহপ্রবেশ’-এর ঘরোয়া এই উৎসব।