পিএইচডি সম্পন্ন করলেন অভিনেত্রী মিথিলা, নামের সঙ্গে যুক্ত হলো ‘ডক্টর’ উপাধি!

জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা সফলভাবে পিএইচডি থিসিস সম্পন্ন করেছেন। ফলে নামের সঙ্গে যুক্ত হয়েছে ‘ডক্টর’ উপাধি।
গতকাল সোমবার (২৫ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাসে ভক্তদের এ সুখবর দেন তিনি। সেখানে দুটি ছবি শেয়ার করেন—একটিতে মিথিলাকে দেখা যায় জেনেভা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টির সামনে, অন্যটিতে তার জমা দেওয়া থিসিসের কপি।
স্ট্যাটাসে মিথিলা লিখেছেন, “জেনেভা বিশ্ববিদ্যালয়ে আমার পিএইচডি থিসিস সফলভাবে রক্ষা করতে পেরে আমি অত্যন্ত আবেগপ্রবণ ও গর্বিত! এই মুহূর্তটি পাঁচ বছরের একটি যাত্রার সমাপ্তি।”
তিনি আরও জানান, পূর্ণকালীন ক্যারিয়ার, অভিনয় ও পারিবারিক দায়িত্ব সামলে এই ডিগ্রি অর্জন করা তার জন্য ছিল এক বড় চ্যালেঞ্জ। এই অভিজ্ঞতা তাকে শিখিয়েছে জীবনের স্থিতিস্থাপকতার প্রকৃত গভীরতা।
কৃতজ্ঞতা জানিয়ে মিথিলা লিখেছেন, “আমার পরিবার, বন্ধুবান্ধব এবং সহকর্মীদের প্রতি আমি গভীরভাবে কৃতজ্ঞ, যাদের সমর্থন ছাড়া এ যাত্রা সম্ভব হতো না। আজ থেকে আমি গর্বের সঙ্গে আমার নামের সঙ্গে ‘ডক্টর’ যুক্ত করতে পারি।”