তামিলনাড়ু মন্ত্রী কটাক্ষে থালাপতি বিজয়: “রাজনীতি সিনেমা নয়”

তামিলনাড়ুর কৃষিমন্ত্রী এম আর কে পন্নিরসেলভাম অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়কে কটাক্ষ করেছেন। বিজয় রাজনীতিতে যোগ দিয়ে তামিলাগা ভেট্টি কাজাগাম (টিভিকে) দল পরিচালনা করছেন এবং সম্প্রতি এক জনসভায় তামিলনাড়ু মুখ্যমন্ত্রী এম কে স্টালিনকে ‘চাচা’ সম্বোধন করেছিলেন।
মন্ত্রী পন্নিরসেলভাম বলেছেন, “বিজয়ের রাজনৈতিক শিষ্টাচারের অভাব রয়েছে। তিনি জনসভায় বক্তৃতা দিয়েছেন এমনভাবে মনে হচ্ছিল যেন সিনেমার সংলাপ বলছেন। সিনেমা আর রাজনীতি এক নয়। তার পরিপক্কতার অভাব স্পষ্ট। তিনি ডিএমকে নেতাকে টার্গেট করে রাজনৈতিক সুবিধা নিতে চাইছেন।”
মন্ত্রী আরও জানান, ডিএমকে বহু কল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়ন করছে, যার মধ্যে নারীদের মাসিক ১ হাজার রুপি অনুদানও রয়েছে। তিনি বলেন, “আমরা অতীতে বহু আন্দোলনে অংশ নিয়েছি এবং কঠিন সময় পার করেছি। আমাদের নেতা জনগণের জীবনমান উন্নত করতে নিরলস প্রচেষ্টা চালাচ্ছেন এবং জনবান্ধব কর্মসূচি বাস্তবায়ন করছেন।”
প্রসঙ্গত, দক্ষিণী তারকা থালাপতি বিজয় সিনেমা ক্যারিয়ারের শীর্ষে থাকা অবস্থায় রাজনীতিতে যোগ দেন। গত বছরের ফেব্রুয়ারি মাসে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যোগ দেওয়ার ঘোষণা দেন এবং ওই সময় বলেছিলেন, “রাজনীতি সিনেমা নয়, যুদ্ধক্ষেত্র।”
এই বছরের আগস্টে মাদুরাই জেলায় দলটির মহাসমাবেশে প্রথমবারের মতো জনসভায় উপস্থিত হন বিজয়। সেখানে তিনি জানান, মাদুরাই পূর্ব আসন থেকে রাজ্য বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সমাবেশের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।