‘ধুমকেতু’র টিকিট বিক্রিতে ‘ওয়ার ২’কে পেছনে ফেলে দিচ্ছে দেব-শুভশ্রীর ছবি!

দুদিন পর, অর্থাৎ বৃহস্পতিবার (১৪ আগস্ট) মুক্তি পাচ্ছে তিনটি বড় ছবি—বাংলা ছবি ‘ধুমকেতু’ এবং হিন্দি ছবি ‘ওয়ার ২’ ও ‘কুলি’। সাধারণত হিন্দি ছবিগুলো বেশি শো পেয়ে বাংলা ছবিদের ওপর প্রাধান্য পায়। কিন্তু এবারের ‘ধুমকেতু’র অগ্রিম টিকিট বিক্রির রেকর্ড বেশ আলোড়ন তৈরি করেছে।
আগে হিন্দি ছবি ‘ওয়ার ২’ অতিরিক্ত শো পাওয়ার কারণে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেব, প্রসেনজিৎসহ অনেক অভিনেতা অনুরোধ করেন বাংলা ছবির শো বাড়ানোর জন্য। সেই আবেদন মেনে দুই ছবির শো সমানভাবে ভাগ করা হয়েছে।
অর্থনৈতিক সূত্র বলছে, গত সোমবার (১১ আগস্ট) সকাল ১১টার মধ্যে ‘ধুমকেতু’র টিকিট বিক্রি হয়েছে প্রায় ২১ হাজার, যেখানে ‘ওয়ার ২’র টিকিট বিক্রি মাত্র ৫৫০০ এর কাছাকাছি। প্রতি ঘন্টায় বিক্রির গতি বেড়ে চলেছে ব্যাপক হারে।
জানা গেছে, সাধারণত যশ রাজ ফিল্মসের ‘ওয়ার’ সিরিজের প্রতি দর্শকের আগ্রহ থাকে ব্যাপক, কিন্তু এবার ‘ধুমকেতু’র টিকিট বিক্রি দেখে মনে হচ্ছে বাংলার ছবি জনপ্রিয়তায় হিন্দি ছবিকে টেক্কা দিচ্ছে।
বাংলা ছবির জন্য এটা বড় সাফল্য হিসেবে দেখছে শিল্পী ও প্রযোজক মহল। আগামী বৃহস্পতিবার (১৪ আগস্ট) মুক্তির দিনে ‘ধুমকেতু’ কতটা ঝড় তুলবে, সেটাই এখন দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দু।