সালমান খানের পর কপিল শর্মার ওপর হামলা, নিরাপত্তা জোরদার মুম্বাই-পুলিশের

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মাকে সরাসরি হত্যার হুমকি দিয়েছে লরেন্স বিষ্ণোই গ্যাং। সম্প্রতি কানাডায় কপিলের মালিকানাধীন ক্যাফেতে এক মাসের মধ্যে দ্বিতীয়বার গুলি চালানো হয়েছে।
গ্যাংস্টার গোল্ডি ধিঁলো এক অডিও বার্তায় হামলার দায় স্বীকার করে জানান, সালমান খানের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে কপিলের ক্যাফেতে গুলি চালানো হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘পরেরবার সোজা বুকে গুলি করা হবে।’
এই ঘটনার পর মুম্বাই পুলিশ কপিলের বাড়ি ও কানাডার ক্যাফেতে নিরাপত্তা জোরদার করেছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে।
বলিউডের বিভিন্ন তারকা এবং ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন এই হুমকি-ধামকির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। তারা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে আবেদন করেছে, কানাডার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে বিদেশে ভারতীয় তারকাদের নিরাপত্তা নিশ্চিত করতে।
কপিল শর্মার কানাডার ক্যাফেতে প্রথম গুলিবর্ষণ হয় গত ৯ জুলাই। মাত্র এক মাসের মধ্যে ফের একই স্থানে গুলি চালানো হয়। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।