"ছুরি-কাঁচি চালানো দোষের কিছু নয়, এটা একান্তই ব্যক্তিগত" — সৌন্দর্য নিয়ে মুখ খুললেন কাজল

বার্ধক্য, সার্জারি আর শরীরচর্চা—সবটাই যার যার পছন্দ বলেই মনে করেন বলিউড অভিনেত্রী কাজল
বলিউডে কাজল মানেই এক স্বতন্ত্র ব্যক্তিত্ব। চেহারার প্রাকৃতিক সৌন্দর্য এবং আত্মবিশ্বাসী উপস্থিতির জন্য বরাবরই প্রশংসিত তিনি। এবার সৌন্দর্য ধরে রাখতে তারকাদের মধ্যে ফিলার্স, বোটক্স কিংবা সার্জারি—এই বিষয়গুলো নিয়ে সরাসরি মত দিলেন ‘সারজামিন’ ছবির অভিনেত্রী।
সম্প্রতি পরিচালক পৃথ্বীরাজ সুকুমারনের নতুন ছবি ‘সারজামিন’-এর প্রচারণায় ভারতীয় সংবাদমাধ্যমের মুখোমুখি হন কাজল। সেখানে সৌন্দর্যচর্চা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “যে যেভাবে নিজেকে দেখতে ভালোবাসেন এবং এতে আত্মবিশ্বাসী থাকেন, তিনি চেহারায় পরিবর্তন আনতেই পারেন। এটা একান্তই ব্যক্তিগত পছন্দ। ছুরি-কাঁচি চালিয়ে নিজেকে বদলানোয় আমি কোনো দোষ দেখি না।”
তিনি আরও বলেন, “এই প্রসঙ্গে একটা গুরুত্বপূর্ণ দিক হলো—শুধু নারীরাই নয়, পুরুষরাও কিন্তু আজকাল নানা রকম সার্জারি করাচ্ছেন। কিন্তু পুরুষদের বেলায় আমরা খুব একটা কটাক্ষ করি না বা সেটা আলোচনাতেও আনিনা। এটা এক ধরনের পক্ষপাতিত্ব।”
তার মতে, তারকা হোন বা সাধারণ মানুষ, সৌন্দর্য নিয়ে কেউ কী করবেন, সেটা পুরোপুরি তার ব্যক্তিগত সিদ্ধান্ত।
“এটা নিয়ে নেতিবাচক মন্তব্য করা, ট্রোল করা, বা কাউকে ছোট করে দেখা—সবই একেবারে অপ্রয়োজনীয়,” বলেন কাজল।
সাক্ষাৎকারে বার্ধক্য নিয়েও মন খুলে কথা বলেন কাজল। তিনি বলেন, “বয়স তো হবেই, এটাই প্রকৃতির নিয়ম। আমি বিশ্বাস করি, জীবনের প্রতিটি বয়সই উপভোগ করার মতো। যারা অল্প বয়সে পৃথিবী থেকে চলে গেছেন, তারা তো জীবনটাকে পুরোটা উপভোগ করতে পারেননি—এটাই কষ্টের।”
“তাই আমি মনে করি, বয়স বাড়াটা ভয় নয়, বরং একটা প্রাপ্তি,”—উপসংহারে বলেন এই বলিউড অভিনেত্রী।