“স্টার জলসার স্টুডিওতে অগ্নিকাণ্ড, ‘দুই শালিক’ সেট পুড়ে ছাই”

দক্ষিণ ২৪ পরগণার বিষ্ণুপুরে অবস্থিত ওপার বাংলার বিখ্যাত ম্যাকনেল স্টুডিওতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় এই আগুন লাগার ঘটনায় স্টুডিওর একাধিক শুটিং ফ্লোর সম্পূর্ণ পুড়ে গেলেও রক্ষা পেয়েছে স্টার জলসায় প্রচারিত সিরিয়াল ‘বুলেট সরোজিনী’র সেট।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্টুডিওর একটি পুরনো ফ্লোরে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে স্টুডিওর একাধিক অংশে। তবে সৌভাগ্যবশত ‘বুলেট সরোজিনী’র শুটিং ফ্লোরে আগুন ছড়ায়নি এবং শুটিং চলাকালীন কেউ সেখানে উপস্থিতও ছিলেন না। ফলে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
‘বুলেট সরোজিনী’ সিরিয়ালের অভিনেতা অভিষেক বীর শর্মা ভারতীয় গণমাধ্যমকে জানান, “আমাদের ফ্লোর সম্পূর্ণ নিরাপদ রয়েছে। তবে অন্য যেসব ফ্লোরে আগুন লেগেছে, তা সম্পূর্ণভাবে পুড়ে গেছে। তাই শুক্রবার শুটিং স্থগিত রাখা হয়। আশা করছি শনিবার থেকে আবার কাজ শুরু করা যাবে।”
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ফ্লোরগুলোর একটি ছিল স্টার জলসার আরেক জনপ্রিয় ধারাবাহিক ‘দুই শালিক’-এর শুটিং ফ্লোর। তবে ধারাবাহিকটির সম্প্রচার ইতোমধ্যেই শেষ হওয়ায় সেটটি বর্তমানে পরিত্যক্ত অবস্থায় ছিল এবং সেখানে কেউ অবস্থান করছিলেন না।
ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনের প্রাথমিক তদন্ত অনুযায়ী, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সময়মতো আগুন নিয়ন্ত্রণে আনতে পারায় বড় ধরনের বিপর্যয় এড়ানো গেছে।
এই ঘটনায় টেলিভিশন অঙ্গনে এক ধরনের উদ্বেগ তৈরি হলেও, সংশ্লিষ্ট ইউনিটগুলো দ্রুত পরিস্থিতি সামলে নিয়েছে এবং আবারো শুটিং কার্যক্রম শুরু করার প্রস্তুতি নিচ্ছে।