‘আমার পরিণতিও সুশান্তের মতো হতে পারে’ — তনুশ্রী দত্তের বিস্ফোরক দাবি

একসময় বলিউড কাঁপানো অভিনেত্রী তনুশ্রী দত্ত ফের আলোচনায়। ‘আশিক বানায়া আপনে’ সিনেমায় ইমরান হাশমির বিপরীতে সাহসী চরিত্রে অভিনয়ের মাধ্যমে রাতারাতি জনপ্রিয়তা পাওয়া এই অভিনেত্রী সম্প্রতি দাবি করেছেন, তিনি বলিউডের ‘মাফিয়া গ্যাং’-এর ষড়যন্ত্রের শিকার, এবং তার পরিণতিও অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মতো হতে পারে।
গত মঙ্গলবার (২২ জুলাই) রাতে নিজের সামাজিক মাধ্যমে একটি আবেগঘন ভিডিও পোস্ট করেন তনুশ্রী। ভিডিওটিতে তাকে কাঁদতে দেখা যায়। অভিনেত্রী জানান, “গত চার-পাঁচ বছর ধরে আমি লাগাতার হেনস্তার শিকার হচ্ছি, এমনকি নিজের বাড়িতেই নিরাপদ বোধ করছি না। পরিচারিকার বেশ ধরে এসে আমাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চলছে।”
তিনি আরও বলেন, “বলিউডের মাফিয়া গ্যাং আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমি ভয় পাচ্ছি, আমার পরিণতিও সুশান্তের মতো হতে পারে। সরকার এবং আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে আমি নিরাপত্তা চাইছি।”
তনুশ্রী জানান, হুমকি পাওয়ার পর তিনি পুলিশের দ্বারস্থ হন, তবে পুলিশ লিখিত অভিযোগ দিতে বলেছে। এদিকে অভিনেত্রী অনুরোধ করেছেন যেন তার নতুন অভিযোগগুলোকে অতীতের মামলার সঙ্গে গুলিয়ে না ফেলা হয়।
২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘আশিক বানায়া আপনে’ সিনেমার মাধ্যমে তনুশ্রী দত্ত রাতারাতি পরিচিত মুখ হয়ে ওঠেন। খোলামেলা উপস্থিতি আর সাহসী অভিনয়ে তিনি তরুণ প্রজন্মের মাঝে বিপুল জনপ্রিয়তা অর্জন করেন। তবে ২০০৮ সালের পর ধীরে ধীরে বলিউড থেকে দূরে সরে যান।
২০১৮ সালে আবারও খবরের শিরোনামে আসেন তিনি, যখন তিনি অভিনেতা নানা পাটেকার-এর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তোলেন ‘হর্ন ওকে প্লিজ’ সিনেমার সেটে। এ ঘটনা ঘিরে তখন তুমুল বিতর্কের সৃষ্টি হয় এবং বলিউডে #MeToo আন্দোলনের সূচনা ঘটে। যদিও ২০১৯ সালে মামলাটি থেকে অব্যাহতি পান নানা পাটেকার।
বর্তমানে ব্যক্তিগত জীবনে অনেকটাই নিভৃত এই অভিনেত্রী। বিদেশে কিছু বছর কাটিয়ে তিন বছর আগে দেশে ফিরেছেন। বর্তমানে তিনি আধ্যাত্মিকতায় মনোনিবেশ করছেন। ব্যক্তিগত জীবনে এখনও অবিবাহিত। নিজের নিঃসঙ্গতা ও নিরাপত্তাহীনতা নিয়েই বারবার সরব হচ্ছেন সামাজিক মাধ্যমে।
ঝাড়খণ্ডের জামশেদপুরে একটি বাঙালি হিন্দু পরিবারে জন্ম তনুশ্রীর। পড়াশোনা করেছেন ডিবিএমএস ইংলিশ স্কুলে, পরে ভর্তি হন সাবিত্রীবাই ফুলে পুনে বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকেই মডেলিং ও র্যাম্পে আগ্রহ জন্ম নেয় এবং একসময় রুপালি পর্দায় অভিষেক ঘটে তার।