চেহারা নিয়ে ভাইরাল উরফি, মুখ-ঠোঁট ফুলে ঢোল—উদ্বিগ্ন নেটদুনিয়া

উদ্ভট ফ্যাশন সেন্স ও সাহসী মেকওভারের জন্য প্রায়ই আলোচনায় থাকেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার উরফি জাভেদ। কখনও পোশাক, কখনও চুলের রঙ কিংবা শরীরচর্চা—সবসময়ই কিছু না কিছু নিয়ে চর্চায় থাকেন তিনি। তবে এবার পোশাক নয়, নিজের চেহারা নিয়েই ভাইরাল হয়েছেন উরফি। আর তা দেখে উদ্বেগে পড়েছেন অনেকে।
সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিও ও ছবিতে দেখা যায়, উরফির মুখ ও ঠোঁট অস্বাভাবিকভাবে ফুলে রয়েছে। ভিডিওতে ঠোঁটে একের পর এক ইনজেকশন নেওয়ার দৃশ্য দেখে নেটিজেনদের একাংশ আতঙ্কিত হয়ে পড়েন। অনেকেই ভাবেন, উরফির শরীর খারাপ, কেউ কেউ আবার অ্যালার্জির শঙ্কাও প্রকাশ করেন।
অবশেষে বিষয়টি নিয়ে নিজেই মুখ খোলেন উরফি। তিনি জানান, মুখে আগেই দেওয়া ফিলার নষ্ট হয়ে গিয়েছিল, তাই সেগুলো সরিয়ে নতুনভাবে ফিলার নেওয়ার প্রক্রিয়ার মধ্যেই রয়েছেন তিনি। তবে বিষয়টি মোটেই আরামদায়ক নয়, বরং অত্যন্ত যন্ত্রণাদায়ক বলে সতর্ক করেছেন অনুসারীদের।
এর আগেও তিনি স্বীকার করেছিলেন, নিজের ঠোঁটে ফিলার ও বোটক্স ব্যবহার করেছেন। এবার জানালেন, ভবিষ্যতে হয়তো আবার করাবেন, তবে সূঁচের মাধ্যমে নয়, অন্য পদ্ধতিতে।
এছাড়া আরেকটি ভিডিওতে উরফিকে চোখ ও মুখ ফুলে থাকা অবস্থায় দেখা যায়, যেটি দেখে অনেকেই অ্যালার্জি বলে ধারণা করেন। ওই ছবির সঙ্গে চিকিৎসকের পরামর্শও চেয়েছেন তিনি।